ঢাকা: স্থানীয় সরকার নির্বাচন হলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আসন্ন ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি নির্বাচন সরকারের মধ্যবর্তী নির্বাচনের মতো তাৎপর্য ও গুরুত্ব বহন করে চলেছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাঈদ খোকন।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলানায়তনে তার সমর্থনে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশের আয়োজন করে সহস্র নাগরিক কমিটি।
সাঈদ খোকন বলেন, এই নির্বাচন শুধু ঢাকা শহরের নির্বাচন নয়। আমি মনে করি, এ নির্বাচন একাত্তরের পরাজিত শক্তির বিরুদ্ধে মুক্তিকামী মানুষের নির্বাচন। সাম্প্রদায়িক অশুভ শক্তির বিরুদ্ধে অসাম্প্রদায়িক এবং মুক্তচিন্তার মানুষের নির্বাচন। তাই এ নির্বাচনে পরাজিত হওয়ার সুযোগ আমাদের অত্যন্ত সীমিত।
তিনি মনে করেন, এ নির্বাচনে যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পরাজয় ঘটে তাহলে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হবে। তাই মুক্তিকামী এবং অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী দেশের প্রতিটি নাগরিকের সমর্থন প্রত্যাশা করে তিনি ঢাকাবাসীর কাছে ভোট চান।
তার বিশ্বাস, জাতির বিবেক বলে পরিচিত বুদ্ধিজীবীরা যদি শহরের মানুষের কাছে ভোট প্রার্থনা করেন তাহলে তারা তাদের খালি হাতে ফিরিয়ে দেবেন না। তাই সকলের সমর্থন প্রত্যাশা করেন সাঈদ খোকন।
অনেক কঠিন সময় পার করছেন উল্লেখ করে উপস্থিত সুধীদের উদ্দেশ্যে সাঈদ খোকন বলেন, আমার এ কঠিন সময়ে আপনারা যদি আমাকে আগলে রাখেন, পাশে থাকেন তাহলে আমি কথা দিচ্ছি, নির্বাচিত হলে আমার পুরো মেয়াদকাল আপনাদের আমি আগলে রাখবো।
ঢাকাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে এবং ঢাকার মানুষের জন্য প্রয়োজনে নিজের জীবনকে উৎসর্গ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
সাঈদ খোকনকে সমর্থন জানিয়ে এবং তার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সমাবেশে বক্তব্য রাখেন সহস্র নাগরিক কমিটির আহবায়ক সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হক, সদস্য সচিব গোলাম কুদ্দুছ, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মাকসুদ কামাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. ইকবাল আর্সনাল প্রমুখ।
উপস্থিত ছিলেন, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, বুয়েটের সাবেক প্রোভিসি অধ্যাপক মো: হাবিবুর রহমান প্রমুখ।
আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, নজরুল ইসলাম বাবু, বদিউজ্জামান ডাবলুসহ অন্যরা।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এসএ/এএসআর/