ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আনিসুল হক তার ওপর বিশ্বাস স্থাপন করে ঘড়ি মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সোমবার বিকেলে মগবাজার এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় বিভিন্ন স্থানে পথসভায় বলেন, আমি শুধু ৫ বছরের জন্য মেয়র হতে আপনাদের কাছে আসিনি।
একজন ব্যবসায়ী হিসেবে এবং দেশি ও আন্তর্জাতিক অঙ্গণে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলোর নেতৃত্বের অভিজ্ঞতা সিটি করপোরেশনের উন্নয়নে কাজে লাগানোর প্রতিশ্রুতি দিয়ে আনিসুল হক বলেন, বাংলাদেশসহ সার্কভুক্ত দেশগুলোর শীর্ষ সংগঠনের নেতৃত্ব দিয়েছি। সব জায়গায়ই মোটামুটি ভালো কাজ করেছি। খারাপ কোনো কাজ করিনি।
তিনি বলেন, ভালো মানুষ, সৎ মানুষ হিসেবে আমার একটা সুনাম আছে। আমার একটা অভিজ্ঞতা আছে। ৩০ বছর ধরে আমি ব্যবসা করছি, ব্যবসায়ীদের নেতৃত্ব দিচ্ছি। ৫ বছরের জন্য মেয়র হয়ে সেই ৩০ বছরের সুনাম নষ্ট করবো না।
পথসভায় আনিসুল হক আরও বলেন, আমার এই সুনাম ও অভিজ্ঞতা আছে বলেই আওয়ামী লীগ সভাপতি প্রাধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সমর্থন দিয়েছেন।
তিনি বলেন, আমরা যাকে বিশ্বাস করবেন তাকেই ভোট দেবেন। মানুষের জন্য যার কাজ কারা অভিজ্ঞতা আছে, সরকারের সঙ্গে ভালো সম্পর্ক আছে তাকে নির্বাচিত করলে তিনি সিটি করপোরেশনের উন্নয়ন করতে পারবেন। সেই হিসেবে আমি আপনাদের কাছে ভোট চাই, আপনাদের পাশে থেকে কাজ করার জন্য। শুধু কথার ফুলঝুরি ফোটালে উন্নয়ন হবে না। তাই যার ওপর বিশ্বাস স্থাপন করতে পারবেন তাকে ভোট দেবেন।
নিজের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আনিসুল হক বলেন, আমি অনেক কষ্ট করে আজকের অবস্থানে এসেছি। টিউশনি করে লেখাপড়া করেছি, ভাইয়ের লেখাপড়ার খরচ যুগিয়েছি। ব্যবসা করেছি লাভ লস হয়েছে। আস্তে আস্তে উঠে এসেছি। আমার প্রতিষ্ঠানগুলোতে বহু মানুষ চাকরি করে। এফবিসিসিআই থেকে ৬ হজার মানুষের চাকরি দিয়েছি।
মানুষের সুখ দুঃখের সঙ্গে আমি আছি। আমার জীবন সংগ্রামের অভিজ্ঞতা থেকে সিটি করপোরেশনের উন্নয়নে কাজে লাগাতে চাই। আমি যা বলছি তা সত্য কিনা আপনারা খোঁজ নিয়ে দেখবেন।
আনিসুল বিকেল সাড়ে ৪টায় হাতিরঝিল থেকে তার নির্বাচনী গণসংযোগ শুরু করে মগবাজার মীরবাগ, মধুবাগ, নয়াটোলা, চেয়ারম্যান গলি এলাকায় ঘুরে ঘুরে এলাকাবাসীর কাছে ভোট চান।
এ সময় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক মন্ত্রী কর্নেল(অব.) ফারুক খান, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, যুবলীগ নেতা নুরুন নবী চৌধুরী সাওনসহ আ.লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই গণসংযোগের সময় তিনি হাতিরঝিল, নয়াটোলা, টিএন্ডটি কলোনিতে পথসভা করেন।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এসকে/পিসি