ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

রাজনীতি

নির্বাচন ভণ্ডুল করতে নাটক করছেন খালেদা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
নির্বাচন ভণ্ডুল করতে নাটক করছেন খালেদা ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নির্বাচনী প্রচার চালানোর সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে সোমবারের (২০ এপ্রিল) হামলার ঘটনা উল্লেখ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, খালেদা জিয়া জানেন যে, জনগণ তাদের ভোট দেবে না। তাই নির্বাচন ভণ্ডুল করতে তিনি এখন নাটক করছেন।



মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

কামরুল বলেন, খালেদা জানেন যে, তার গায়ে কেউ হাত দেবে না। তার প্রমাণ, আমরা সোমবারই দেখলাম। সোমবার খালেদার নিজের লোকজনই তার গাড়িবহরে হামলা করেন। এ সময় বহরের কিছু গাড়ি ভাঙচুর করা হলেও খালেদার গাড়িটি অক্ষতই থেকে যায়।

খালেদা জানেন যে, জনগণ তাদের ভোট দেবে না। তাই নির্বাচন ভণ্ডুল করতেই তিনি এসব নাটক করছেন বলে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী।   

সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণ ও সাংবাদিকসহ সবাইকে সজাগ থাকতে অনুরোধ জানান তিনি।

কামরুল বলেন, একাত্তরের পরাজিত শত্রুদের প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা একাত্তরে দেশের স্বাধীনতা চায়নি, এখনও স্বাধীনতাকে মেনে নেয় না।
আর এসব ষড়যন্ত্রকারীদের মদদদাতা হলেন খালেদা জিয়া।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি চিত্রনায়ক ফারুক বলেন, ২৫ মার্চ ঢাকায় দুই লাখ লোককে এবং ২ এপ্রিল ঞ্জিজিরায় ১০ হাজার লোককে হত্যা করা হয়।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি চিত্রনায়িকা দিল আরা জেসমিন, ড্যানি সিডাক, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এমএ করিম, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসএস/এসএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।