ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুখ বন্ধ করার জন্যই তার ওপর হামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
পহেলা বৈশাখে যৌন নিপীড়নে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে মানববন্ধনটির আয়োজন করে ডক্টরস অ্যসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)
প্রধান অতিথির বক্তব্যে ডা. জাফরুল্লাহ বলেন, খালেদা জিয়া সরকারের অপকর্মগুলো যাতে জনগণের সামনে তুলে ধরতে না পারেন সেজন্যই তার গাড়িবহরে হামলা করা হয়েছে।
তিনি বলেন, খালেদা জিয়া একটি দলের প্রধান। তার অধিকার রয়েছে জনগণের পাশে দাঁড়ানোর, সরকারের ভুলগুলো জনগণের সামনে তুলে ধরার। খালেদা জিয়ার নির্বাচনী অধিকার ও তার মুখ বন্ধ করার জন্যই সরকারের লোকজন দিয়ে তার ওপর হামলা করা হয়েছে।
২৮ এপ্রিল শেখ হাসিনা ও প্রধান নির্বাচন কমিশনারের পরীক্ষা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আগে বিভিন্ন ঘটনার কারণে শেখ হাসিনা এ পরীক্ষায় ফেল করেছেন। এখন জাতি প্রধান নির্বাচন কমিশনারের দিকে তাকিয়ে আছে। আশা করবো, নির্বাচনের আগে সেনাবাহিনী মোতায়েন করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে তিনি এ পরীক্ষায় পাস করবেন।
মানববন্ধনে বক্তারা খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সঙ্গে জড়িতদের গ্রেফতার দাবি করেন।
ড্যাবের সভাপতি ডা. একেএম আজিজুল হকের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজীসহ পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এলকে/এমইউএম/এএসআর