ঢাকা: জাতীয় পার্টি সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনের পক্ষে গণসংযোগে নেমেছেন পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর মৌচাকের ফরচুন শপিং মলে মিলনের পক্ষে প্রচারণায় অংশ নেন এরশাদ।
শপিং মলের পর তিনি মৌচাক মার্কেটেও গণসংযোগ চালান। মার্কেটের বিভিন্ন দোকানে গিয়ে ভোট চান।
এসময় এরশাদের সঙ্গে থাকা নেতাকর্মীরা প্রতিটি দোকানে দোকানে গিয়ে মিলন ও ১৩, ১৯ ও ২০ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মিনি খানের লিফলেট বিতরণ করেন।
বিকেল ৫ টা ৫৮ মিনিটে গণসংযোগ শেষ করেন এরশাদ।
এর আগে সাইফুদ্দিন আহমেদ মিলন রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর, শ্যামবাজার, বাংলাবাজার, সদরঘাট, ইংলিশ রোড, ধোলাইখাল এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
মঙ্গলবারের এই গণসংযোগে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ও চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-পাঁচলাইশ-বাকলিয়া) আসনের সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়সহ দলের অন্য নেতারা।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫/ আপডেট: ২১১৬
এসজেএ/আইএ/কেএইচ/