রাবি: আলমগীর হোসেন সুজনকে সভাপতি ও শামসুজ্জোহা সাদিককে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সংগঠনটির দপ্তর সম্পাদক শাকিলা খাতুন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট আয়োজিত চতুর্থ সম্মেলন শেষে ১৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেয়া হয়। সদ্য বিদায়ী সভাপতি সোহরাব হোসেন নবগঠিত কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি তাশনুভা তাহরীন অন্তরা, সহ সম্পাদক তাপস মোহন্ত, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান শিশির, দপ্তর সম্পাদক শাকিলা খাতুন, অর্থ সম্পাদক রিফাত আরা সালমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ আর হিমেল, পাঠাগার সম্পাদক মাশকুর হুসাইন, স্কুল বিষয়ক সম্পাদক মনু মোহন বাপ্পা।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসএইচ