ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

রাজনীতি

পরিকল্পনামাফিক গণপরিবহন ব্যবস্থার অঙ্গীকার সাকির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
পরিকল্পনামাফিক গণপরিবহন ব্যবস্থার অঙ্গীকার সাকির জোনায়েদ সাকি / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: যানজট ও পরিবহন সঙ্কট দূর করতে সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিকল্পনামাফিক বড় আকারের বাস সার্ভিস চালু কর‍ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী জোনায়েদ সাকি।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে বাড্ডা-গুলশান এবং বিকেলে মহাখালী এলাকায় গণসংযোগ করে এ প্রতিশ্রুতি দেন তিনি।



প্রচারাভিযানকালে তার সঙ্গে ছিলেন গণসংহতি আন্দোলনের অন্যতম সমন্বয়কারী আবুল হাসান রুবেল, শ্রমিক নেতা বাচ্চু ভূঁইয়া, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিক, সাবেক সভাপতি প্রবীর সাহা, ছাত্রনেতা শ্যাম সাগর মানকিন, তাহারাত লিয়নসহ স্থানীয় নেত‍ারা।

মেয়র প্রার্থীকে কাছে পেয়ে এলাকাবাসী রাস্তাঘাটের বেহাল দশা, অপরিকল্পিত খোড়াখুড়ি, যানজট আর ধুলোসহ তাদের বিভিন্ন সমস্যার কথা জানান।

জোনায়েদ সাকি তাদের কাছে অঙ্গীকার করে বলেন, তিনি মেয়র নির্বাচিত হলে নগর-কর্তৃপক্ষ নাগরিকদের পাওনা প্রতিটি অধিকার বুঝিয়ে দেবে, নাগরিকদেরও উদ্বুদ্ধ করবে নগরীর প্রতি তাদের দায়িত্ব পালন করবার জন্য।

তিনি আরও বলেন, নগরপ্রশাসনকে কঠোর তদারকির আওতায় এনে নাগরিকদেরই পাহারাদার হতে হবে, তাহলেই দুর্নীতি-হয়রানি-গাফিলতির কারণে নগরবাসীর দুর্ভোগের অবসান ঘটবে।

জোনায়েদ সাকি বলেন, ঢাকায় প্রয়োজনের তুলনায় অনেক কম বাস চলে। তাই মানুষকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। প্রাইভেট কার ও রিকশার সংখ্যাও তাই বেড়ে যাচ্ছে। যানজট ও পরিবহন সঙ্কট দূর করতে সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিকল্পনামাফিক বড় আকারের বাস সার্ভিস নিজের উদ্যোগে চালু করতে হবে।

তিনি ওয়াদা করেন, তিনি নির্বাচিত হলে রাতের মাঝেই আবর্জনা ও ধুলো অপসারণের বন্দোবস্ত করা হবে। রাস্তার পাশে এগুলোকে স্তূপ করে রাখা বন্ধ হবে।

সরকার অস্থিতিশীলতা সৃষ্টি করে নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করতে চায়। সেই কারণেই খালেদা জিয়ার গাড়ি বহরে সরকারি উস্কানিতেই হামলা হয়েছে বলেও মন্তব্য মেয়র প্রার্থী জোনায়েদ সাকি।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
পিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।