ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

রাজনীতি

শৈলকুপায় যুবদল ও জামায়াত নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
শৈলকুপায় যুবদল ও জামায়াত নেতা আটক ছবি: প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় যুবদল ও জামায়াতের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার হাবিবপুর এলাকা থেকে পৌর যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার কামরুজ্জামান ও দলিলপুর বাজার থেকে ওয়ার্ড জামায়াতের সভাপতি আতিয়ার রহমান মন্ডলকে আটক করা হয়।



শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান বাংলানিউজকে জানান, নাশকতা পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।