ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় যুবদল ও জামায়াতের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার হাবিবপুর এলাকা থেকে পৌর যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার কামরুজ্জামান ও দলিলপুর বাজার থেকে ওয়ার্ড জামায়াতের সভাপতি আতিয়ার রহমান মন্ডলকে আটক করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান বাংলানিউজকে জানান, নাশকতা পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসআর/