ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

রাজনীতি

খালেদার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আ’লীগের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
খালেদার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আ’লীগের ড. হাছান মাহমুদ / ফাইল ফটো

ঢাকা: খালেদা জিয়া প্রচারণার নামে সিটি করপোরেশন নির্বাচনে উৎসবমুখর পরিবেশ নষ্ট করছেন অভিযোগ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।



হাছান মাহমুদ বলেন, সভা-সমিতির মাধ্যমে নির্বাচন কমিশনকে আমরা বহু আগে থেকেই খালেদা জিয়ার অপতৎপরতা সম্পর্কে সতর্ক করেছিলাম। নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবো, সিটি নির্বাচনের উৎসবমুখর পরিবেশ যাতে নির্বাচনী প্রচারণার নামে খালেদা জিয়া নষ্ট করতে না পারেন, সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

তিনি বলেন, খালেদা জিয়া বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে পানি ঘোলা করে সিটি কর্পোরেশন নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছেন। সোমবারের (২১ এপ্রিল) ঘটনা সেই অপচেষ্টারই অংশ।

সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা পরাজিত হবেন জেনেই খালেদা নাটক করছেন বলেও মন্তব্য করেন তিনি।

হরতাল-অবরোধের নামে সহিংসতার কথা তুলে ধরে হাছান মাহমুদ বলেন, আমরা অনেক আগে থেকেই বলে আসছিলাম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় নামলে বিক্ষুব্ধ জনগণ তাকে প্রতিরোধ করতে পারে। এতে নির্বাচনী পরিবেশ নষ্ট হতে পারে। গত কয়েকদিন ধরে খালেদা জিয়া নির্বাচনী প্রচারণার জন্য যেখানেই গেছেন সেখানেই জনগণ তার প্রতি বিক্ষোভ প্রদর্শন করেছে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এমইউএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।