ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

রাজনীতি

খালেদার গাড়ি বহরে হামলা বিএনপির সাজানো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
খালেদার গাড়ি বহরে হামলা বিএনপির সাজানো

ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারের সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনা সাজানো বলে অভিযোগ করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা।

আন্দোলনের নামে গত তিন মাসের সহিংসতা ও বোমা মেরে হত্যার ঘটনায় মানুষের ক্ষোভকে আড়াল করতে আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়ে সহানুভূতি পাওয়ার রাজনৈতিক অপকৌশল বলেও মন্তব্য করেন তারা।



আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার কাছে জানতে চাওয়া হলে তারা বলেন, গত ৫ জানুয়ারি থেকে তিন মাসেরও বেশি সময় ধরে বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোট টানা অবরোধ-হরতাল দিয়ে সহিংসতা চালিয়েছে। জ্বালাও-পোড়াও করেছে, পেট্রোল বোমা মেরে দেড় শতাধিক মানুষ হত্যা করেছে। তাদের এ সব কর্মকাণ্ডে মানুষের ক্ষোভ রয়েছে।

আওয়ামী লীগ নেতারা জানান, বিএনপি বুঝতে পেরেছে গত তিন মাসের ঘটনায় তাদের ওপর মানুষের যে ক্ষোভ রয়েছে সিটি নির্বাচনে তার নেতিবাচক প্রভাব পড়বে। আর সেই আশঙ্কা থেকে তারা মানুষের দৃষ্টিকে অন্য দিকে ঘোরাতে বিএনপির লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে আওয়ামী লীগের ওই নেতারা মন্তব্য করেন।

নেতারা আরও বলেন, এ ঘটনার আগের দুই দিন খালেদা জিয়া প্রচার চালিয়েছেন। তিনি প্রচারে নামার পরও মানুষের মধ্যে তেমন কোনো সাড়া লক্ষ্য করা যায়নি। গত তিন মাসের ঘটনাকে আড়াল করতে এবং কিছু মানুষের সহানুভ‍ূতি পাওয়ার জন্য রাজনৈতিক কৌশল হিসেবে তারা এ ঘটনা ঘটিয়েছে।

নিজেরা ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছে বলে ওই নেতারা মন্তব্য করেন।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে কারওয়ানবাজারে খালেদা জিয়ার প্রচার‍াভিযানের সময় গাড়ি বহরে হামলা হয়। এই হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বিএনপি।

এদিকে ঘটনার পর সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভার শুরুতে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হঠাৎ নির্বাচনী প্রচারণায় নেমে নাটক সৃষ্টি করছেন খালেদা জিয়া। তার সিকিউরিটি ফোর্স বিনা উস্কানিতে গুলি চালায়। তার কাছে নিশ্চয়ই সার্ভে আছে, তার জেতা সম্ভব নয়। সেই জন্য ভীতিকর পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে পরিবেশ নষ্ট করছেন খালেদা। তিনি ৯২ দিন অফিসে বসে বোমা মেরে, ককটেল মেরে, বাস পুড়িয়ে মানুষের জীবনে অশান্তি সৃষ্টি করেছেন। যখন শান্তি ফিরে এসেছে, তখন আবারও মানুষকে যন্ত্রণা দিতে তিনি মাঠে নেমেছেন।

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বাংলানিউজকে বলেন, আওয়ামী লীগের ওপর দোষ চাপানোর চেষ্টা করলে হবে না। তার‍া নিজেরাই এ ঘটনা ঘটিয়েছে। তারা মনে করেছিলো খালেদা জিয়া নামলে মানুষ তার পেছনে ছুটে আসবে। সেটা হয়নি তাই তারা নিজেরাই এট ঘটনা ঘটিয়েছে। এরকম নাটক তারা আরও ঘটাতে পারে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর কাছে জানতে চাওয়া হলে তিনি ঘটনা সম্পর্কে বলেন, খালেদা জিয়ার লোকজনই এ ঘটনা ঘটিয়েছে। এটা সাজানো ঘটনা। অবরোধ-হরতাল দিয়ে সহিংসতা চালিয়েছে, বাসে বোমা মেরে মানুষ হত্যা করেছে। এখন বাস মার্কায় ভোট চাইতে নেমেছে। মানুষের সাড়া না পেয়ে এ ঘটনা ঘটিয়েছে বিএনপি।

বাংলাদেশ সময় ২০২২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসকে/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।