ফেনী: ফেনীর সোনাগাজীতে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্ল্যার সভাস্থলে গুলি ও ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এসময় আশরাফ সিদ্দিকি (৩৫) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টার দিকে সোনাগাজীর ৫নম্বর ইউনিয়ের চরশাহ বিকারী গ্রামের চাঁন মিয়ার দোকানের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার সোনাগাজীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে বের হন এমপি হাজী রহিম উল্ল্যা। বিকেল ৪টার দিকে ৫নম্বর ইউনিয়ের চরশাহ বিকারী গ্রামের চাঁন মিয়ার দোকান সংলগ্ন একটি সাইক্লোন শেল্টার পরিদর্শন যাওয়ার কিছুক্ষণ আগে ১০/১২জন দুর্বৃত্ত তার সভাস্থলের সামনে বেশ কয়েক রাউন্ড গুলি ও ১০/১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় সভামঞ্চও ভাঙচুর করে দুর্বৃত্তরা।
এসময় দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে আহত হন প্রকল্পের প্রকৌশলী আশরাফ সিদ্দিকি। খবর পেয়ে ঘটনাস্থলে আসা পুলিশকে বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেছে তারা। পরে পুলিশ দুর্বৃত্তদের ধাওয়া করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।
সোনাগাজী মডেল থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক (এসআই) লজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এদিকে এমপি হাজী রহিম উল্ল্যা এ ঘটনার জন্য সন্ত্রাসী আবুল কালাম ওরপে ভাগিনা কালামকে দায়ী করেছেন।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসএইচ