ঢাকা: কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরিসহ পরিকল্পিত ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী সামছুল আলম চৌধুরী সুরমা।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ভিআইপি লাউঞ্জে নির্বাচনী ইশতেহার প্রকাশের সময়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।
ইশতেহারে তিনি সঠিক তদারকি, সুষ্ঠ পরিকল্পনা, অপরিকল্পিত ঢাকাকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলাসহ বিভিন্ন প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।
সুরমা বলেন, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খণ্ডকালীন কাজের জন্য ট্যাক্স কালেকশন অফিস করা হবে। এ অফিসে শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরির ব্যবস্থা করা হবে। ব্যাংকের ছোট ছোট বিল শিক্ষার্থীদের মাধ্যমে জমা নেওয়া হবে। বিশেষ করে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, বাৎসরিক করসহ বিভিন্ন আয়কর।
মেয়রের দায়িত্বে পেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে উন্নত মডেল নগরী হিসেবে গড়ে তোলার জন্য নিজেকে সব সময় ব্যস্ত রাখার কথাও দেন তিনি।
চিতা বাঘ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুরমা।
ইশতেহার প্রকাশকালে তিনি আরও বলেন, আমি মেয়র নির্বাচিত হলে জলাবদ্ধতা দূরীকরণে সুয়ারেজ লাইন, গ্যাসের পুরাতন লাইন সংস্কার করে নতুন লাইন সংযোজনসহ বিভিন্ন সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখবো।
এ সময় তিনি ভোটারদের যোগ্যপ্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
ইশতেহার প্রকাশকালে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী এসআই চৌধুরী, জসিম উদ্দিন জয়, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, চিকিৎসক নুরুল হক চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ২২ এপ্রিল, ২০১৫
একে/আরএম/