ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

রাজনীতি

কেন্দ্রীয় অফিসে বৈঠকে খালেদা, উত্তাপ বাড়ছে নয়াপল্টনে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
কেন্দ্রীয় অফিসে বৈঠকে খালেদা, উত্তাপ বাড়ছে নয়াপল্টনে ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার পর উত্তাপ বাড়ছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায়।  

খালেদা জিয়া টানা ৫ম দিনের মতো নির্বাচনী প্রচারণায় নামলে বাংলামটর মোড়ের কাছে তার গাড়ি বহরে হামলা হয়।

খালেদা জিয়া সেখান থেকে নয়াপল্টনে এসে কেন্দ্রীয় কার্যালয়ে তার কক্ষে অবস্থান নেন।

খালেদা জিয়া সেখানে আসার পর দলীয় নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ে হতে থাকে। খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদ জানিয়ে স্লোগান দিতে থাকেন তারা। আসতে থাকেন সিনিয়র নেতারাও।

একে একে জড়ো হন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, বিগ্রেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ, আদর্শ ঢাকা আন্দোলনের আহবায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, সদস্য সচিব শওকত মাহমুদ, স‍ুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন প্রমুখ।

তাদের নিয়ে বৈঠকে বসেন খালেদা জিয়া। বাইরে নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে। উত্তপ্ত হয়ে ওঠে নয়াপল্টনের পরিবেশ।  

এর আগে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর বাংলামটরে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা চালানো হয় বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়।

আরো বলা হয়, ওই হামলায় খালেদা জিয়ার গাড়ির কাঁচ ভেঙ্গে যায়। আহত হন তার নিরাপত্তায় নিয়োজিত সিএসএফ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট সামিউল।

বিএনপির পক্ষ থেকে এ হামলার জন্য দায়ী করা হয় ছাত্রলীগকে।

বিপরীতে ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হয়, খালেদা জিয়ার বহরের গাড়ি ঘোরানোর সময় তিন ছাত্রলীগ কর্মী আহত হন। এরা হলেন-২০ নং ওয়ার্ড ছাত্রলীগের সংগঠনিক সম্পাদক মো. লিটন (৩০), ক্রীড়া সম্পাদক মো. বাবু হাসান ও  শাহবাগ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. জাকির।

এর আগে গত সোমবার কারওয়ানবাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়।

বুধবার খালেদা জিয়া টানা পঞ্চম দিনের মতো নির্বাচনী প্রচারণায় বের হয়ে বনানী-মহাখালী-ফার্মগেট হয়ে বিকেল সাড়ে পাঁচটার কিছু আগে বাংলামটরের কাছে আসেন। তার গাড়ি বহর বাংলামটর মোড়ের কাছে এলে পেছন থেকে হামলা চালানো হয়।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চাইতে গত শনিবার প্রথমবারের মতো মাঠে নামেন বিএনপি প্রধান। এরপর রোব, সোম ও মঙ্গলবারও তিনি নির্বাচনী প্রচারণায় নামেন।

বুধবার টানা পঞ্চম দিনের মতো তিনি ভোট চাইতে বের হন।

এবারের নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাস এবং উত্তর সিটি করপোরেশনে ব্যবসায়ী নেতা আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল লড়ছেন বিএনপির সমর্থন নিয়ে।

** গাড়ি বহরে হামলার পর নয়াপল্টনে খালেদা
** খালেদার গাড়ি বহরে ফের হামলা

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।