ঢাকা: বিকল্পধারা’র যুগ্ম-মহাসচিব ও সিটি নির্বাচনে উত্তরের মেয়রপ্রার্থী মাহী বি. চৌধুরীর প্রচারে দলটির মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান পাশে এলেন।
শনিবার (২৫ এপ্রিল) মাহীর নির্বাচনী প্রচারণা ও গণসংযোগের এক পর্যায়ে সঙ্গী হন মান্নান।
মাহী বিকল্পধারার চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে। কিন্তু সাবেক রাষ্ট্রপতি হিসেবে প্রটোকল বজায় রাখতে গিয়ে ছেলের প্রচারে শামিল হতে পারছেন না বদরুদ্দোজা চৌধুরী। বিকল্পধারা’র পক্ষ থেকে তাই মান্নানই মাহীকে সহযোগিতা করলেন।
এদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড্ডা, খিলগাঁও তালতলা, গুলশান-১, গুলশান-২, বনানী ও কড়াইল বস্তি এলাকায় পথ সভা ও গণসংযোগ করেন মাহী।
খিলগাঁও তালতলায় মাহীর পাশে আসেন আবদুল মান্নান। মাহীকে ‘ঈগল’ প্রতীকে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে রোববার (২৬ এপ্রিল) মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকার দুই সিটি ও চসিক নির্বাচনের ভোটগ্রহণ করবে ইসি।
বাংলাদেশ সময়: ০১০৮ ঘন্টা, এপ্রিল ২৬, ২০১৫
এসকেএস/আইএ
** প্রজন্ম পরিবর্তনে বীজ বপন মাহীর কার্যালয়ে