ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

প্রজন্ম পরিবর্তনে বীজ বপন মাহীর কার্যালয়ে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
প্রজন্ম পরিবর্তনে বীজ বপন মাহীর কার্যালয়ে মাহী বি. চৌধুরী

ঢাকা: নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ‘প্রজন্ম পরিবর্তনে বীজ বপন’ শীর্ষক একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেছেন ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী মাহী বি. চৌধুরী।
 
রোববার (২৬ এপ্রিল) বিকেল ৫টায় রাজধানীর বারিধারায় তার নির্বাচনী কার্যালয়ে এটি অনুষ্ঠিত হবে।


 
মাহীর মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম এসব তথ্য জানান।
 
শনিবার (২৫ এপ্রিল) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীর জানান, প্রজন্ম শহরের তত্ত্বাবধানে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন-২০১৫’র নির্বাচনী কর্মকাণ্ডের অংশ হিসেবে ‘প্রজন্ম পরিবর্তনের বীজ বপন’ উপলক্ষে এ ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
 
এতে মাহীর নির্বাচনী কার্যালয়ে (বাড়ি নং-১৯, সড়ক -১২, বারিধারা কূটনৈতিক এলাকা) সংবাদকর্মীদের আমন্ত্রণ জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এসকেএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।