ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

প্রচারণার শেষদিন

ভোটের মাঠে তাবিথ ৮ থেকে ৮

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
ভোটের মাঠে তাবিথ ৮ থেকে ৮ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সিটি নির্বাচনে প্রচারণার শেষদিন রোববার (২৬ এপ্রিল)। এদিন সকাল থেকে রাত পর্যন্ত টানা গণসংযোগ করবেন উত্তরের অন্যতম মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

এটি হবে একইসঙ্গে তার প্রচারণার ১৭তম দিনও।
 
তার মিডিয়া উইং সদস্যরা বাংলানিউজকে জানান, রোববার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটের মাঠে থাকার পরিকল্পনা নিয়েছেন তিনি।
 
তারা জানান, তাবিথের এদিনের প্রচারণা শুরু হবে রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে। সকাল ৮টায় বাঁশতলা (ওয়ার্ড- ১৮), পৌনে ৯টায় বাড্ডার হোসেন মার্কেট (২১ নম্বর ওয়ার্ড), সোয়া ৯টায় মেরুল বাড্ডা (ওয়ার্ড-২১), সাড়ে ৯টায় রামপুরা বাজার- রাজধানী হোটেলের সামনে (ওয়ার্ড-২২), ১০টায় রামপুরায় আবুল হোটেলের সামনে (ওয়ার্ড-২৩), সাড়ে ১০টা মালিবাগ চৌধুরী পাড়া ও মালিবাগ রেলগেট (ওয়ার্ড-২৩), সোয়া ১১টায় মগবাজার চৌরাস্তা-ইস্কাটন-বাংলামোটরে (ওয়ার্ড-৩৫) গণসংযোগ করবেন তাবিথ আউয়াল।
 
এরপর দুপুর ১২টায় কারওয়ান বাজার- ফার্মগেট- ইন্দিরারোড- খামারবাড়ি, আসাদগেট (ওয়ার্ড-২৬/২৭)। সাড়ে ১২টায় শ্যামলী সিনেমা হল (ওয়ার্ড- ৩০/৩২/২৮), পৌনে ১টায় কল্যাণপুর বাসস্ট্যান্ড (ওয়ার্ড- ১১), ১টায় দারুস সালাম (খালেক পেট্রোল পাম্প- ওয়ার্ড-৯/১১), সোয়া ১টায় মিরপুর ১ নম্বর গোলচত্বর (ওয়ার্ড- ৮/১০/১২), দেড়টায় সনি সিনেমা হল মোড় (ওয়ার্ড-৭/১২), পৌনে ২টায় মিরপুর কলেজের সামনে (ওয়ার্ড- ৭/১৩), সোয়া ২টায় পূরবী সিনেমা হল (ওয়ার্ড-৬), পৌনে ৩টায় বিআরটিএ (ওয়ার্ড-৪/১৪) এলাকায় প্রচারণা চালাবেন তিনি।
 
তারপর বেলা ৩টায় ১৪নং ডেন্টাল কলেজ (ওয়ার্ড-১৬), সোয়া ৩টায় মিরপুর ১০নং গোল চত্বর (ওয়ার্ড-১৪), সাড়ে ৩টায় কাজীপাড়া (ওয়ার্ড-১৪), পৌনে ৪টায় শেওড়াপাড়া (ওয়ার্ড-১৪), বিকেল ৪টায় তালতলা সরকারি স্টাফ কোয়াটার (ওয়ার্ড- ২৮), পৌনে ৫টায় তেজগাঁও নাবিস্কো মোড় (ওয়ার্ড-২৪), ৫টায় মহাখালী বাসস্ট্যান্ড (ওযার্ড- ২০/২৫), সাড়ে ৫টায় নিকুঞ্জ ১ নম্বর রোড- খিলক্ষেত (ওয়ার্ড- ১৭), ৬টায় উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্স (ওয়ার্ড-১), সোয়া ৬টায় মাসকাট প্লাজা (ওয়ার্ড-১), সন্ধ্যা পৌনে ৭টায় শেওড়াবাজার বাসস্ট্যান্ড (ওয়ার্ড-১৭), ৭টায় বনানী কাঁচাবাজার (ওয়ার্ড-১৯), সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত মহাখালী তিতুমীর কলেজ, গুলশান-১ নম্বর গোলচত্বর ও নিকেতনে (ওয়ার্ড-১৯/২০) ভোট চাইবেন তিনি।
 
২০ দল সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছিলেন ১০ এপ্রিল, কারওয়ান বাজার থেকে।
 
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এসকেএস/আইএ

** সুষ্ঠু নির্বাচনের ফলাফল মেনে নেবেন তাবিথ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।