ঢাকা: সেনাবাহিনী ছাড়া সিটি নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের অন্যতম শরিক লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর পল্টনে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সামনে আয়োজিত এক বিক্ষোভ-সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
এতে মোস্তাফিজুর রহমান ইরান বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েনের দাবি করে বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজ বিপন্ন। জাতীয়তাবাদী ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে নির্মূল করতে খালেদা জিয়া ও তারেক রহমান তথা জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে সরকার। সন্ত্রাসী বাহিনী এমপি-মন্ত্রীদের উস্কানিতে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে প্রকাশ্য দিবালোকে খালেদা জিয়ার ওপর নৃশংস, বর্বর ও ন্যক্কারজনক হামলা চালিয়েছে।
ইরান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সামনে তিনবারের সফল প্রধানমন্ত্রী নিরাপত্তা না পেলে দেশের সাধারণ মানুষের জীবন কতটা সংকটাপন্ন তা জনগণ অনুভব করছে।
তিনি অভিযোগ করেন, সিটি নির্বাচনে ২০দলীয় প্রার্থীদের বিজয় ঠেকাতে নির্বাচন কমিশন (ইসি), সিভিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী আজ্ঞাবহ হিসেবে কাজ করছে।
তিনি আরও বলেন, দেশ ও জনগণের আস্থার প্রতীক সেনাবাহিনী। তাই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নির্বাচনের আগে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মাঠে নামাতে হবে।
ঢাকা মহানগর সভাপতি শামসুদ্দিন পারভেজের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। প্রধান বক্তা ছিলেন লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী। বক্তব্য রাখেন পার্টির ভাইস চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফারুক রহমান, শিক্ষকনেতা মো. জাকির হোসেন, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, মহানগর সাধারণ সম্পাদক মাহমুদ খান, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ডক্টর জাহাংগীর আলম, যুবফোরাম আহ্বায়ক মো. হুমাউন কবীর, ছাত্রফোরাম আহ্বায়ক কামরুল ইসলাম সুরুজ, সাধারণ সম্পাদক মো. জাবের হোসাইন প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৩৩৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
আইএ