ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনে কমলালেবু প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাওলানা ফজলে বারী মাসুদ। চরমোনাই পীরের সমর্থন পাচ্ছেন তিনি।
শনিবার (২৫ এপ্রিল) ইস্ট ওয়েস্ট মিডিয়া কনফারেন্স রুমে আয়োজিত এক বৈঠকে মাসুদ বলেন, এ শহরে নাগরিক হিসেবে প্রতিদিন রাস্তায় নেমে যে সমস্যার মুখে পড়ি, সেগুলো সমাধান করতে চাইবো মেয়র হয়ে।
মেয়রদের পর্যবেক্ষণের বিষয়ে তিনি বলেন, মেয়র হিসেবে দায়িত্ব পালন করছি কিনা, সেটি জনগণ তদারকি করবেন। আর আমোদের চনমোনাই পীরই আমাদের ন্যায়পাল। তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আমরা ভালো পথেই থাকবো।
নগরপিতা হতে পারলে শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে এবং নারীদের সম্মান রক্ষা করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
এদিকে ফ্লাক্স প্রতীক নিয়ে দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে লড়ছেন করছেন মাওলানা আব্দুর রহমান।
তিনি বলেন, আমি নির্বাচিত হলে ভালো করবো। কারণ আমার ওপরে রয়েছেন চরমোনাই পীর। তিনিই আমাদের ন্যায়পাল। আমরা নিজেদের কাজের জন্য ওনার কাছে দায়বদ্ধ থাকবো।
দূর্নীতি দূর করাই হবে মেয়র হিসেবে আব্দুর রহমানের প্রধান কাজ। নির্বাচনের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ডের আশা করেন তিনি।
বাংলাদেশ সময়: ০৭৩৯ ঘন্টা, ২৫ এপ্রিল ২০১৫
এমএন/আইএ