কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাত নম্বর ওয়ার্ডের সদস্য ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শফিককে (৪০) গুলি করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শফিক রাতে রঙ্গিখালী বাজারের একটি চায়ের দোকানে বসেছিলেন। এসময় অস্ত্রধারী একদল দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে, এসময় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এলাকায় প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করে শফিকের ওপর হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এসআই