ঢাকা: নির্বাচনী প্রচারে নামার প্রথম দিন থেকেই বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।
রোববার (২৬ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর পল্টনে প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
আফরোজা আব্বাস বলেন, প্রশাসন এবং প্রশাসনের সহায়তায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের প্রচারে বাধা দিয়েছে, দিচ্ছে। প্রচারে প্রথম দিন থেকেই বাধা পেয়েছি। কর্মীদের ভয় দেখাচ্ছে। এ কারণে মির্জা আব্বাস প্রচারে নামতে পারেননি। সরকার তাকে জামিন দেয়নি।
ভোট চাওয়া মির্জা আব্বাসের অধিকার উল্লেখ করে তিনি বলেন, এই অধিকার সরকার দেয়নি। এছাড়া আমাদের বিএনপির কাউন্সিলর প্রার্থী যারা আছেন তাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। খালেদা জিয়া প্রচারে নেমেছিলেন তাকে বাধা দেওয়া হয়েছে। নামতে না করা হয়েছে। সেই সঙ্গে পোস্টার-ব্যানার ছিড়ে ফেলা হচ্ছে। জনগণ আমাদের সঙ্গে আছে বলে আমরা জয় পাবো, বলে আশা আফরোজা আব্বাসের।
‘নির্বাচনী প্রচারে পদে পদে বাধা এলেও কোনো সমস্যা হয়নি। এছাড়া নির্বাচনের দিন অনিয়ম বা দুর্নীতি না হলে আমরা’ই বিজয়ী হবো। নীরব বিপ্লব হয়ে যাবে’- বলেন তিনি।
এরপর সিদ্ধেশ্বরী এলাকায় প্রচারণা চালান আফরোজা আব্বাস। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, গণমাধ্যম এবং জনগণ যদি বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে তাহলে ফলাফল যাই হোক আমরা মেনে নেবো।
বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এসকে/আইএ