ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-জামায়াত যাতে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদের প্রতি আহ্বান জানিয়েছে ১৪ দলের একটি প্রতিনিধি দল।
রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার নেতৃত্বে ১৪ দলের ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল সিইসি’র সঙ্গে বৈঠক করে।
পৌনে একঘণ্টার এ বৈঠক শেষে বেরিয়ে ১৪ দলের প্রতিনিধি দলে থাকা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা সাংবাদিকদের বলেন, সিটি নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। সে বিষয়ে সতর্ক থাকার জন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছি।
এর আগে বৈঠকের বিষয়ে সিইসি’র একান্ত সচিব এ কে এম মাজহারুল ইসলাম বাংলানিউজকে বলেন, নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই এ বৈঠক হচ্ছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫, আপডেট: ১২১২ ঘণ্টা
ফোন-ইইউডি/আরএম/