ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

যাত্রাবাড়ীতে যুবলীগের ২ গ্রুপে সংঘর্ষ, ওয়ার্ড সভাপতিসহ আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
যাত্রাবাড়ীতে যুবলীগের ২ গ্রুপে সংঘর্ষ, ওয়ার্ড সভাপতিসহ আহত ৫

ঢাকা: সিটি নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ীতে যুবলীগের দু্ই গ্রুপের সংঘর্ষে কাউন্সিলর প্রার্থী ও ৫০ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি ফখরুল ইসলাম মুরাদসহ পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।



মুরাদ ছাড়া অন্য আহতরা হলেন-রুপচান, মাসুদ, রুবেল ও আরিফ মাহমুদ।

ঘটনার পরপরই তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডে মুরাদ চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার ওসি অবনী শংকরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বাংলানিউজকে তিনি বলেন, আহত মুরাদ ওই ওয়ার্ডের ‍যুবলীগ সভাপতি। এটা তাদের নিজেদের মধ্যে মারামারি।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এজেডএস/এসএন/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।