ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

সিটি নির্বাচনে মাঠে থাকবে পাঁচহাজার র‌্যাব সদস্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
সিটি নির্বাচনে মাঠে থাকবে পাঁচহাজার র‌্যাব সদস্য ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে তিন সিটিতে পাঁচহাজার র‌্যাব সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।



তিনি জানান, যেকোনো ধরণের বিশৃঙ্খলা এড়াতে তিন সিটির প্রতিটি ওয়ার্ডে দু’টি করে র‌্যাবের মোট ২৬৮টি টহল টিম কাজ করবে। এছাড়াও ১৩৪টি মোটরসাইকেল পেট্রোল, ৩৬টি স্ট্রাইকিং রিজার্ভ এবং সাদা পোশাকে ১৩৪ টি দল কাজ করবে। সদর দফতর থেকে র‌্যাবের প্রতিটি টিমের মধ্যে সমন্বয় রক্ষা করা হবে।

তিনি আরও জানান, ভোটকেন্দ্রের সরঞ্জাম পরিবহনের নিরাপত্তাসহ ফলাফল ঘোষণা কেন্দ্রের নিরাপত্তা প্রদানেও অন্যান্য বাহিনীর সঙ্গে র‌্যাব সর্বাত্মক সহায়তা প্রদান করবে।

বেনজীর আহমেদ জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও বিশৃঙ্খলা ঠেকিয়ে ভোটের উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সচেষ্ট থাকবে র‌্যাব। এ সময় শান্তিপূর্ণভাবে সিটি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
আইএ/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।