ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

আপনারাই আমাকে মেয়র নির্বাচিত করতে পারেন

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
আপনারাই আমাকে মেয়র নির্বাচিত করতে পারেন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক তাকে নির্বাচনের বিষয় জনগণের ওপর ছেড়ে দিয়ে বলেন, আপনারাই আমাকে মেয়র নির্বাচিত করতে পারেন। যদি ২৮ এপ্রিল আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আবার আপনাদের মাঝেই ফিরে আসবো।



রোববার (২৬ এপ্রিল) রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ডে নির্বাচনী প্রচারণা সভায় এসব কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, আমাকে নির্বাচিত করে আবার আপনাদের মাঝে ফিরে আসার সুযোগ দেবেন বলে আশা করছি। আমি ঢাকার মানুষের জন্য কাজ করতে চাই।

নিজেকে উন্নয়নে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, আমি নিজের এবং যেসব প্রতিষ্ঠানে কাজ করেছি সেসব প্রতিষ্ঠানের উন্নতি করেছি। আপনারা আমাকে নির্বাচিত করলে রাজধানীর উন্নয়নে কাজ করবো।

তিনি বলেন, এ নির্বাচন জাতীয় নির্বাচন নয়, এ নির্বাচনে সরকার পরিবর্তনও হয় না। প্রধানমন্ত্রী আমাকে সমর্থন দিয়েছেন, এটা আমার সৌভাগ্য।

সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক খন্দকার এনায়েতুল্লাহর সভাপতিত্ত্বে সভায় বক্তব্য দেন সাবেক বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান এমপি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি এমপিসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
এমএম/এসএন/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।