ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

মেয়র হলে নগর ভবন দুর্নীতিমুক্ত রাখবেন খোকন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
মেয়র হলে নগর ভবন দুর্নীতিমুক্ত রাখবেন খোকন ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন তার শেষ দিনের প্রচারণা শুরু করেছেন রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে।

রোববার (২৬ এপ্রিল) সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার ২০তম ও শেষদিন।

বেলা সোয়া ১২টায় সায়েদাবাদ এলাকা ব্রিজ এলাকায় যান সাঈদ খোকন। সেখানে সকাল ১১টা থেকেই ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবুল কালাম অনু ও তার সমর্থকরা অপেক্ষা করছিলেন। এখানে মিডিয়ার সঙ্গে কথা বলেন সাঈদ খোকন।

তিনি বলেন, আমি এ সরকারের আমলে কোনো ব্যবসা-বাণিজ্য করিনি। দলকে ব্যবহার করিনি। দুর্নীতির সঙ্গে আমার দূরতম সম্পর্ক নেই। মেয়র নির্বাচিত হলে নগর ভবনকে দুর্নীতিমুক্ত রাখবো।

প্রচারণায় অনেকে আমার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিয়েছেন। আমি কারো বিরুদ্ধে অভিযোগ তো দূরের কথা, নামও নেইনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাস আমার বাবার সঙ্গে রাজনীতি করেছেন। তিনি মুরুব্বি, মুরুব্বিদের নাম নেওয়াও আমাদের রীতিতে নেই। নির্বাচনী প্রচারণার সময় আমি তার নামও নেইনি।

সাঈদ খোকন বলেন, অনেকে আমার বিরুদ্ধে অভিযোগ দিলেও আমি সহ্য করেছি, ধৈর্য ধরেছি। মেয়র নির্বাচিত হলেও এমন ধৈর্যের পরিচয় দেবো। বিরোধী দলসহ সকল নাগরিককে সম্মান করে চলবো।

এরপর পিক-আপ ভ্যানে উঠে জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে জানাতে প্রচারণা চালান সাঈদ খোকন। যাত্রাবাড়ীর কলাপট্টি ও আশপাশের এলাকা ঘুরে তার গাড়িবহর যাত্রাবাড়ী চৌরাস্তায় পৌঁছায়। সেখানে সমর্থক ও নেতা-কর্মীদের উদ্দেশে কথা বলেন, ভোট প্রার্থনা করেন তিনি।

তিনি বলেন, আমি ঢাকার সন্তান। ঢাকাবাসীর ভোটে আমার অধিকার একটু হলেও বেশি। এই মেয়র হানিফ উড়াল সেতুর মতো উন্নয়নের গতি অব্যাহত রাখতে শেখ হাসিনা সমর্থিত প্রার্থীকে ভোট দিন। বাসযোগ্য ঢাকা গড়তে ইলিশ প্রতীকে ভোট দিন।

এরপর তিনি ৪৭, ৪৯, ৫০, ৫৩ ও ৫৪নং ওয়ার্ডে প্রচারণা চালানোর উদ্দেশ্যে বের হন।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এসইউজে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।