ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

হামলার জন্য ছাত্রলীগকে দুষলেন খালেদা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
হামলার জন্য ছাত্রলীগকে দুষলেন খালেদা ছবি: দেলোয়ার হোসেন বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার গাড়ি বহরে হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন।

তিনি বলেছেন, আমার গাড়িবহরে পরপর চারদিন হামলা চালানো হয়।

বাংলামোটরে হামলায় আমার গাড়ি ও বহর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আমার উপদেষ্টা আব্দুল কাইয়ুম আহত হন। হামলায় ছাত্রলীগের নেতারা অংশ নেয়। পুলিশ সহযোগিতা করে।

রোববার দুপুরে গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

এ সময় ‘আওয়ামী লীগ নষ্ট রাজনীতিতে চ্যাম্পিয়ন হয়েছে’ বলেও মন্তব্য করেন খালেদা জিয়া।  

বিএনপি প্রধান বলেন, সুস্থ রাজনীতিতে ফিরতে না পারলে আমাদের সমাজ পিছিয়ে পড়বে। দেশের মানুষ গণতন্ত্রপ্রিয়। এই গণতন্ত্রের জন্য মানুষ বারবার রক্ত দিয়েছে। কিন্তু দেশের গণতন্ত্রকে আজ হত্যা করা হয়েছে।

এ সময় পহেলা বৈশাখে টিএসসিতে যৌন নিপীড়নকারীদের কঠিন শাস্তি দাবি করে যারা নিরাপত্তা দিতে পারে না তাদের দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
জেডএম/

** ‘নিরাপত্তা দিতে না পারলে সরে যাওয়া উচিত’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।