ঢাকা: কেঁদে শেখ হাসিনার জয় হয়নি, বরং দেশের মানুষ এ কান্নাকে অভিনয় হিসেবে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
কাদের সিদ্দিকীর একটি উদ্ধৃতি উল্লেখ করে তিনি বলেছেন, শেখ হাসিনা মেরেও জিতেছেন, কেঁদেও জিতেছেন।
বিএনপি প্রধান বলেন, মানুষ মারায় যদি জেতার প্রশ্ন আসে, তবে তিনি অবশ্যই জিতেছেন। কিন্তু কেঁদে জিততে পারেননি। তার কান্নাকে দেশের মানুষ অভিনয় হিসেবে নিয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুর ২টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আন্দোলন চলাকালে বোমা হামলার ঘটনাগুলোর দায় অস্বীকার করে খালেদা এসব ঘটনার তদন্ত দাবি করেন।
তিনি বলেন, হত্যা ও লাশের রাজনীতি আমরা করি না। এটি করে আওয়ামী লীগ। তারা এসব ঘটনা ঘটিয়ে বিরোধীদলের ওপর দায় চাপায়।
বিরোধীদলের নেতাকর্মীরা নানা হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ করে ছাত্রলীগের সমালোচনাও করেন খালেদা জিয়া।
এ সময় ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি সরকারের কঠোর সমালোচনা করেন।
আশুলিয়ার ব্যাংক ডাকাতি ঘটনায়ও সরকার ও প্রশাসনের সমালোচনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরো ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, ‘আদর্শ ঢাকা আন্দোলন’ আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদসহ ২০ দলের নেতারা।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এসকেএস/জেডএম
** ‘গণতন্ত্রকে হত্যা করা হয়েছে’