ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

‘সিটি নির্বাচন সরকারের টেস্ট কেস’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
‘সিটি নির্বাচন সরকারের টেস্ট কেস’ ছবি: দেলোয়ার হোসেন বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসন্ন সিটি নির্বাচনকে বিএনপি টেস্ট কেস হিসেবে নিয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেতা খালেদা জিয়া।

রোববার দুপুরে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।



তিনি বলেন, নির্বাচনমুখী দল হিসেব জনগণের প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়ায় অংশগ্রহণে আমরা বিশ্বাসী। এটা সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসনের জন্য টেস্ট কেস।

সংবাদ সম্মেলনে আরো ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, ‘আদর্শ ঢাকা আন্দোলন’ আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদসহ ২০ দলের নেতারা।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
জেডএম

** কাঁদলেন খালেদাও
** ‘নষ্ট রাজনীতিতে চ্যাম্পিয়ন আ’লীগ’
** ‘হাসিনার কান্নাকে মানুষ অভিনয় হিসেবে নিয়েছে’
** হামলার জন্য ছাত্রলীগকে দুষলেন খালেদা
** ‘গণতন্ত্রকে হত্যা করা হয়েছে’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।