ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কান্নার সমালোচনা করে এবার নিজেই কাঁদলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রয়াত ছোটছেলে আরাফাত রহমান কোকোর স্মৃতি মনে করে সংবাদ সম্মেলনের এক পর্যায়ে কাঁদেন তিনি।
রোববার (২৬ এপ্রিল) দুপুর ২টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সম্মেলন আয়োজন করা হয়।
বক্তব্যের এক পর্যায়ে কান্নাজড়িত কন্ঠে খালেদা বলেন, কিছুদিন আগে আমার ছোট ছেলেটাকে হারিয়েছি, একমাত্র জীবিত ছেলেটি অমানুষিক নির্যাতনের শিকার হয়ে দূরে আছে। এখন আপনারাই আমার আত্মীয়।
এর আগে তিনি বলছিলেন, শেখ হাসিনা কেঁদে জিততে পারেননি। তার কান্নাকে দেশবাসী অভিনয় হিসেবে দেখেছে।
সংবাদ সম্মেলনে আরো রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, ‘আদর্শ ঢাকা আন্দোলন’ আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদসহ ২০ দলের নেতারা।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এসকেএস/জেডএম
** ‘নষ্ট রাজনীতিতে চ্যাম্পিয়ন আ’লীগ’
** ‘হাসিনার কান্নাকে মানুষ অভিনয় হিসেবে নিয়েছে’
** হামলার জন্য ছাত্রলীগকে দুষলেন খালেদা
** ‘গণতন্ত্রকে হত্যা করা হয়েছে’