ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ এনেছে ১৪ দল।
রোববার (২৬ এপ্রিল) সকালে ১৪ দলের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের কাছে এ অভিযোগ করেন।
এতে উল্লেখ করা হয়েছে, খালেদা জিয়া গত কয়েকদিন ধরে সহস্র নাগরিক কমিটি সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন। তিনি পরিকল্পিতভাবে সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন। এছাড়া বেআইনিভাবে মোটর শোভাযাত্রা নিয়ে নির্বাচনী প্রচার কার্যক্রম পরিচালনাসহ নির্বাচনী আইন ও বিধিমালা বর্হির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। যা পরিকল্পিত ষড়যন্ত্র এবং গণতান্ত্রিক পরিবেশকে বিঘ্নিত করার প্ররোচনা ও উস্কানিমূলক কর্মকাণ্ডের নামান্তর। তাই ১৪ দল ধারাবাহিকভাবে খালেদার সকল কর্মকাণ্ডের প্রতি সতর্ক দৃষ্টি রাখার আহবান জানাচ্ছে।
অভিযোগপত্রে খালেদা জিয়ার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে ধরে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু, শান্তির্পূর্ণ নির্বাচনের অনুষ্ঠানের আহবানও জানিয়েছে সরকার সমর্থিত জোটটি।
বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার নেতৃত্বে ১৪ সদস্য বিশিষ্ট ওই প্রতিনিধি দলটি সিইসি’র সঙ্গে বৈঠক করেন। সকাল দশটায় শুরু হয়ে বৈঠকটি শেষ হয় পৌনে এগারটায়।
ওই প্রতিনিধি দলের সদস্য ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি সাংবাদিকদের বলেন, সিটি নির্বাচনে খালেদা জিয়া নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারেন। এমনকি নির্বাচনের ফলাফলও অস্বীকার করতে পারেন তিনি। এ বিষয়ে সতর্ক থাকার জন্য আমরা নির্বাচন কমিশনকে আহবান জানিয়েছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মনে করি না যে সেনাবাহিনীকে রেগুলার ফোর্সের মতো ব্যবহারের সুযোগ রয়েছে।
বাদশা বলেন, নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছে যে, নাশকতা রোধে তারা কার্যকর পদক্ষেপ নেবে।
এ সময় অন্যদের মধ্যে জাসদ নেতা শিরিন আকতার, গণতন্ত্রী পার্টির নেতা ড. শাহাদাত হোসেন, ন্যাপের নেতা ইসমাঈল হোসেন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা ড. ওয়াজেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বৈঠকের বিষয়ে সিইসি’র একান্ত সচিব এ কে এম মাজহারুল ইসলাম বাংলানিউজকে বলেন, নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই এ বৈঠক হচ্ছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ২৬ এপ্রিল, ২০১৫
ইইউডি/এএসআর
** সিইসি’কে সতর্ক থাকার আহ্বান ১৪ দলের