ঢাকা: ফলাফল যাইহোক, মেনে নেবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন।
রোববার (২৬ এপ্রিল) সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার ২০তম ও শেষদিনে যাত্রাবাড়ী চৌরাস্তায় সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
সেখানে মিডিয়ার সঙ্গে কথা বলে বেলা সাড়ে ১২টা থেকে ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবুল কালাম অনু ও তার সমর্থকদের নিয়ে পুরো এলাকা ঘুরে প্রচারণা চালান। পরে যাত্রাবাড়ী চৌরাস্তায় মিডিয়ার সঙ্গে কথা বলেন সাঈদ খোকন। এখন পর্যন্ত তিনি ৪৭ নং ওয়ার্ডে প্রচারণা চালাচ্ছেন। এরপর ৪৯, ৫০, ৫৩ ও ৫৪ ওয়ার্ডে প্রচারণা চালাবেন।
এর আগে যাত্রাবাড়ী চাংপাই রেস্টুরেন্টের সামনেও মিডিয়ার সঙ্গে কথা বলেন সাঈদ খোকন। এসময় তিনি বলেন, আমি এ সরকারের আমলে কোনো ব্যবসা-বাণিজ্য করিনি। দলকে ব্যবহার করিনি। দুর্নীতির সঙ্গে দূরতম সম্পর্ক নেই আমার। মেয়র নির্বাচিত হলে নগর ভবনকে দুর্নীতিমুক্ত রাখবো।
তিনি বলেন, প্রচারণায় অনেকে আমার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ দিয়েছেন। আমি কারো বিরুদ্ধে অভিযোগ তো দূরের কথা, প্রতিদ্বন্দ্বীর নামও নেইনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাস আমার বাবার সঙ্গে রাজনীতি করেছেন। তিনি মুরুব্বি, মুরুব্বিদের নাম নেওয়াও আমাদের রীতিতে নেই। নির্বাচনি প্রচারণার সময় আমি তার নামও নেইনি।
অনেকে আমার বিরুদ্ধে অভিযোগ দিলেও আমি সহ্য করেছি, ধৈর্য ধরেছি। মেয়র নির্বাচিত হলেও এমন ধৈর্য্যের পরিচয় দেব। বিরোধী দলসহ সব নাগরিককে সম্মান করে চলবো, প্রতিশ্রুতি সাঈদ খোকনের।
এরপর তিনি পিকআকভ্যানে উঠে জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে জানাতে প্রচারণা চালান। যাত্রাবাড়ীর কলাপট্টি ও আশপাশের এলাকা ঘুরে তার গাড়ি বহর যাত্রাবাড়ী চৌরাস্তায় পৌছায়। সেখানে সমর্থক ও নেতা-কর্মীদের উদ্দেশ্যে কথা বলেন। ভোট প্রার্থনা করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, জয়পরাজয় যাই হোক, আমি ফলাফল মাথা পেতে নেব। তিনি বলেন, আমি ঢাকার সন্তান। ঢাকাবাসীর ভোটে আমার অধিকার একটু হলেও বেশি। এই মেয়র হানিফ উড়াল সেতুর মত উন্নয়নের গতি অব্যাহত রাখতে শেখ হাসিনা সমর্থিত প্রার্থীকে ভোট দিন। বাসযোগ্য ঢাকা গড়তে ইলিশ প্রতীকে ভোট দিন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সাংসদ গোলাম দস্তগীর গাজী, ডেমরা-যাত্রবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মুন্না, স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার ছেলে মশিউর রহমান মোল্লা শ্যামলসহ স্থানীয় নেতারা।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এসইউজে/জেডএম