ফরিদপুর: প্রবাসীকল্যাণ মন্ত্রীর অপসারিত এপিএস ও ছাত্রলীগ নেতা সত্যজিৎ মুখার্জির বিরুদ্ধে আবারো ১০ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে মামলা হয়েছে।
মামলাটি করেছেন টেকনোমিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক যশোদা জীবন দেব নাথ (সিআইপি)।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করেন তিনি। তার বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চাঁদপুরে।
মামলার অভিযোগে জানা গেছে, গত ৫ জানুয়ারি সত্যজিৎ মুখার্জি পল্টনে টেকনোমিডিয়া লিমিটেডের কার্যালয়ে গিয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় তাকে ঢাকায় ব্যবসা করতে দেয়া হবে না বলেও হুমকি দেন। এ ঘটনায় ব্যবসায়ী যশোদা জীবন সত্যজিৎকে নগদ সাত লাখ টাকা দিতে বাধ্য হন। টাকা নিয়ে যাওয়ার সময় তিনি ওই ব্যবসায়ীকে শাসিয়ে যান এবং পরবর্তী তিনদিনের মধ্যে বাকি তিন লাখ টাকা ব্যবস্থা করে রাখতে বলেন।
গত ৮ জানুয়ারি পল্টনে ওই ব্যবসায়ীর কার্যালয়ে গিয়ে বাকি তিন লাখ টাকা চাঁদা আদায় করেন।
মামলার বাদি যশোদা জীবন দেবনাথ জানান, মামলার নম্বর ৩৮-২৬/০৪/২০১৫। ৪৪৮/৩৮৬ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রবাসী কল্যাণমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) পদ থেকে সত্যজিৎ মুখার্জিকে অপসারণ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এরপর ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকেও তাকে বহিষ্কার করার জন্য জেলা কমিটি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করেছে।
গত ১৯ এপ্রিল ফরিদপুরের কোতোয়ালী থানায় সাড়ে সাত লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করেন লক্ষ্মীপুরের ঠিকাদার সালেহ আহমেদ। এর তিনদিন পর ফরিদপুরের মাচ্চর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা সারোয়ার হোসেন সন্টু ২০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে মামলা করেন।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসিনুল হক জানান, সত্যজিৎ বর্তমানে পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
বিএস