ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে ছাত্রলীগের ৩ কর্মীকে কুপিয়েছে ছাত্রদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
সিলেটে ছাত্রলীগের ৩ কর্মীকে কুপিয়েছে ছাত্রদল

সিলেট: সিলেটে ছাত্রদল কর্মীরা ছাত্রলীগের তিন কর্মীকে কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে নগরীর রিকাবিবাজার পয়েন্টে এ ঘটনা ঘটে।



আহতরা হলেন- সিলেট মদনমোহন কলেজের ছাত্র ও মহানগর আওয়ামী লীগের কর্মী হিমেল, রাসেল ও মামুন। আহত তিনজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে রিকাবিবাজার পয়েন্টে ওই তিন ছাত্রলীগ কর্মীর ওপর হামলা করে ছাত্রদলের শাকিল-মোর্শেদ গ্রুপের কর্মীরা। এ সময় হামলাকারীরা তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল হক মাসুম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ছাত্রদল নেতা শাকিল-মোর্শেদ গ্রুপের কর্মীরা তিন ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে আহত করেছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে আহতদের দেখতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান এসআই রবিউল।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এনইউ/আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।