ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে পারবেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কেননা ক্যান্টেনমেন্ট এলাকা সিটি করপোরেশনের আওতাভুক্ত নয়।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, আমি এখনো ক্যান্টনমেন্টের ভোটার। ক্যান্টনমেন্ট এলাকার ভোটার হওয়ার কারণে আমি ভোট দিতে পারবো না। কারণ, এ নির্বাচনে ক্যান্টনমেন্ট এখনো নেই।
খালেদার এ ঘোষণার মাধ্যমে কার্যত জনমনে জেগে ওঠা একটি প্রশ্নের অবসান হলো বলে মনে করা হচ্ছে। কেননা খালেদা জিয়া ভোট দেবেন কি না, দিলে কোন কেন্দ্রে দেবেন তা নিয়ে আগ্রহ ছিলো মানুষের মনে।
এদিকে নিজে ভোট না দিতে পারলেও সমর্থিত প্রার্থীদের জন্য অব্যাহতভাবে ভোট চাইছেন খালেদা। প্রচারণা চালিয়েছেন রাজধানীর বিভিন্ন এলাকায়, টানা তিনদিন হামলার শিকারও হয়েছেন। সে প্রেক্ষিতে নির্বাচন কমিশন তাকে নোটিসও দিয়েছে, যাতে গাড়ি বহর নিয়ে প্রচার চালিয়ে আচরণবিধি লঙ্ঘণ না করেন খালেদা।
রোববারের সংবাদ সম্মেলনে তিনি ঢাকা ও চট্টগ্রামের নগরবাসীর কাছে ২০দল সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট দিয়ে সরকারের বিরুদ্ধে নীরব প্রতিশোধ নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এসকেএস/জেডএম