ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

সিটি নির্বাচন

গণ্ডগোল হলেই সেনাবাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
গণ্ডগোল হলেই সেনাবাহিনী মো. শাহ নেওয়াজ

ঢাকা: সেনাবাহিনী রেডি আছে, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে কোনো ধরনের গণ্ডগোল হলেই সেনাবাহিনী চলে আসবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ।
 
রোববার (২৬ এপ্রিল)  নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।


 
শাহ নেওয়াজ বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিপুল সংখ্যক সিকিউরিটির ব্যবস্থা করেছি। অন্য যে কোনো নির্বাচনের চেয়ে তিন চার গুণ বেশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। আশা করি, নির্বাচনে কোনো ধরনের গণ্ডগোল হবে না, গণ্ডগোল হলেই সেনাবাহিনী চলে আসবে। কেননা, নির্বাচনে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য তাদের প্রস্তুত রাখা হয়েছে।

এজন্য ভোটারদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন উৎসবমুখর হয়ে ভোটকেন্দ্রে আসেন-যোগ করেন তিনি।
 
তিনি বলেন, রোববার মধ্যরাত থেকে সকল ধরণের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ থাকবে। আমরা এটা নজরে রাখবো কেউ যেনো বেআইনীভাবে প্রচার প্রচারণা না করে।
 
অন্য এক প্রশ্নের জবাবে শাহ নেওয়াজ বলেন, জরুরি প্রয়োজন ছাড়া যে কোনো মটরযান চলাচল বন্ধ থাকবে। এক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিতে হবে। এছাড়া ২৮ তারিখে নির্বাচনের দিন অফিস আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। তাই যানচলাচল করে যানযট তৈরি করা যাবে না।

ইসি সচিব সিরাজুল ইসলাম জানিয়েছেন, নির্বাচনে ৮০ হাজারের মতো ফোর্স মোতায়েন থাকবে। এছাড়া তিন সিটির জন্য তিন ব্যাটালিয়ন সেনা সদস্য রিজার্ভ ফোর্স হিসেবে মোতায়েন থাকবে।
 
আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করবে ইসি।
 
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
ইইউডি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।