ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

দুর্নীতিমুক্ত নগর গড়ার অঙ্গীকার সাকির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
দুর্নীতিমুক্ত নগর গড়ার অঙ্গীকার সাকির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী জোনায়েদ সাকি বলেছেন, হানাহানির রাজীতির কারণে মানুষের জীবন বিপন্ন হচ্ছে, কর্মসংস্থান ধ্বংস হচ্ছে। নিরাপত্তাহীনতা আর অস্থিরতার যে পরিবেশ দেশের মানুষকে গ্রাস করছে, তার অবসান হওয়া দরকার।

সকল মানুষই আজ পরিবর্তন চায়।

সিটি কর্পোরেশন নির্বাচন থেকে পরিবর্তনের রাজনীতির সূচনা করতে টেলিস্কোপ মার্কায় ভোট দেয়ারও আহবান জানান তিনি।
 
রোববার (২৬ এপ্রিল) রাজধানীর লালমাটিয়া, মোহাম্মদপুর, মিরপুর ও রামপুরা এলাকায় জনসংযোগকালে এসব কথা বলেন এই মেয়র প্রার্থী।

প্রচারাভিযানকালে তার সঙ্গে ছিলেন গণসংহতি আন্দোলনের অন্যতম সমন্বয়কারী ফিরোজ আহমেদ, জুলহাসনাইন বাবু, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিক, সাবেক ছাত্রনেতা প্রবীর সাহা, অ্যাডভোকেট জান্নাতুল মরিয়ম, নুসরাত শিহাব, তাহারাত লিয়নসহ স্থানীয় নেত‍ারা।

জোনায়েদ সাকি বলেন, সম্পদের অভাবে ঢাকা নগরীর বেহাল দশা নয়। ঢাকাবাসীর দুর্দশার প্রধান কারণ দুর্নীতি, অপচয়, গাফিলতি আর জবাবদিহিতাহীন প্রশাসন।

নির্বাচিত হলে দুর্নীতি সমূলে উচ্ছেদ করবেন জানিয়ে সাকি তিনি আরও বলেন, পরিবহনের অভাব মেটাবার জন্য সিটি কর্পোরেশন আলাদা বাস নামাবে।

নির্বাচনের পরিবেশ নিয়ে জোনায়েদ সাকি অভিযোগ উত্থাপন করে বলেন, সর্বত্র টেলিস্কোপ মার্কার পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে। কর্মীদের হুমকি দিয়ে, পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে নির্বাচন থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে। এই সব পরিবেশের মধ্যে আমাদের কর্মীরা জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় কাজ করে চলেছেন, নির্বাচন কমিশন ভীতিমুক্ত পরিবেশ সৃষ্টির কোনো চেষ্টাই করেনি।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
পিআর/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।