ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

দলমতের ঊর্ধ্বে যোগ্য প্রার্থীকে ভোট দিন: আনিসুল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
দলমতের ঊর্ধ্বে যোগ্য প্রার্থীকে ভোট দিন: আনিসুল ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: দলমত নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে শুধুমাত্র যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নির্বাচনী প্রচারণা শেষে করলেন উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আনিসুল হক।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের পাশে ১০ নম্বর ওয়ার্ডের একটি কমিউনিটি সেন্টার আয়োজিত শেষ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।



এসময় ভোটারদের প্রতি শেষ বার্তা হিসেবে আনিসুল হক বলেন, আগামী দুই দিন নিজের সঙ্গে বোঝাপড়া করুন। মনে করবেন মেয়র নির্বাচন করছেন নিজের জন্য, নিরাপদ ঢাকার জন্য। আর এ কাজে যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দিন।

তিনি বলেন, আমি মনে করি বয়স, অভিজ্ঞতা, সততা- এসব কিছুর পরিমাপে আমিই যোগ্য প্রার্থী।

ঠিক ২০দিন আগে এ বুদ্ধজীবী কবরস্থান থেকেই নির্বাচনী প্রচার শুরু করেছিলেন আনিসুল হক।
আজ আবার সেখানেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে তা শেষ করেন।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আনিসুল হকের স্ত্রী রুবানা হকসহ স্থানীয় কর্মীসতর্থক ও আওয়ামী লীগ নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনিসুল হক ঢাকার নাগরিকদের উদ্দেশে একটি চিঠি পাঠ করে শুনান।

এটি প্রচারণার শেষ দিনের চিঠি উল্লেখ করে তিনি বলেন, এ নগরে আগামী ২৮ এপ্রিল আসছে জেগে ওঠার বার্তা নিয়ে, সমাধান যাত্রার ডাক নিয়ে, প্রতিনিধি নির্বাচনের উৎসব নিয়ে। ভোটের এ উৎসবে অংশ নিন। আপনার মূল্যবার ভোট এক নতুন সকালের সূচনা করতে পারে, এগিয়ে নিতে পারে সামধান যাত্র।

তিনি বলেন, ঢাকাকে সবুজ, নিরাপদ, স্বাস্থকর ও সুশাসিত করার তিন বছর মেয়াদী সুনিদ্দিষ্ট পরিকল্পনা করেছি। আমি মনে করি আগামী তিন বছরে ঢাকা শহরে দৃশ্যমান পরিবর্তন করানো সম্ভব। স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী কর্মসূচি বাস্তবায়নে প্রগ্রেস রিপোর্ট প্রতিবছর প্রকাশ করা হবে। যাতে সাফল্য বা ব্যর্থতা নিয়ে প্রতিদিন নাগরিকদের কাছে স্বচ্ছ থাকতে পারি।   

এসময় আগামীর ঢাকা কেমন হবে সেরকম একটি মডেল উপস্থাপন করা হয় সংবা সম্মেলনে। এতে ছিল, সবুজ ঢাকা, ওয়াইফাই জোন, নিরাপদ স্বাস্থসেবা, আবর্জনামুক্ত শহরসহ তার নির্বাচনী ইশতেহারে উল্লেখিত বিভিন্ন আশ্বাসের প্রতীকী মডেল।  

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।