ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

‘সেনাবাহিনী ছাড়া নিবার্চন প্রশ্নবিদ্ধ হবে’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
‘সেনাবাহিনী ছাড়া নিবার্চন প্রশ্নবিদ্ধ হবে’ ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান

ঢাকা: সেনাবাহিনী ছাড়া সিটি করপোরেশন নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন লেবার পার্টির চেয়াম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।

রোববার (২৬ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচারণায় গিয়ে তিনি এ মন্তব্য করেন।



এর আগে রোববার সকাল ৯ টা থেকে ইরানের নেতৃত্বে একটি টিম, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম,পল্টন মোড়, তোপখানা রোড, প্রেসক্লাব, সেগুনবাগিচা, মৎসভবন, শিল্পকলা একাডেমী, কাকরাইল মসজিদ, নাইটেঙ্গল মোড়, নয়াপল্টন, শান্তিনগর ও পল্টন লাইন এলাকায় মেয়র প্রার্থী মির্জা আব্বাসের মগ প্রতীকের গণসংযোগ করা হয়।
 
তিনি বলেন, সেনাবাহিনী ছাড়া নিবার্চন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে না বরং প্রশ্নবিদ্ধ হবে। তাই অতিদ্রুত সেনা মোতায়েন করে ভোটারের মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে।

গণসংযোগে লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, এমদাদুল হক চৌধুরী, সাংগঠনিক সস্পাদক অ্যাডভোকেট ফারুক রহমান, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, মহানগর সভাপতি শামসুদ্দিন পারভেজ, নগর সাধারণ সম্পাদক মাহমুদ খান, মিসেস শামিমা চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রহমান খোকন, ছাত্র ফোরাম সভাপতি কামরুল ইসলাম সুরুজ, সাধারণ সম্পাদক জাবের হোসাইন, নগরনেতা সৈয়দ মো. মিলন, ইমরান হোসেন, জিয়াউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।