ঢাকা: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী মাহী বদরুদ্দোজা চৌধুরীর ওপর হামলা ঘটনার নিন্দা জানিয়ে তাকে দেখতে গিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনিসুল হক।
রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৭টায় মাহী বি চৌধুরীর বাসায় আওয়ামী লীগ সমর্থিত এই মেয়র প্রার্থী।
এ সময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং দ্রুত মাহীর সুস্থতা কামনা করেন আনিসুল হক।
শনিবার (২৫ এপ্রিল) দিনগত রাতে মাহী বি চৌধুরীর ওপর হামলা করে দুবৃত্তরা। এতে মাহী মারাত্মকভাবে আহত হন।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এসএম/এমজেএফ