ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

‘মানুষ ক্ষুব্ধ হয়ে খালেদার গাড়িবহরে হামলা করেছে’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
‘মানুষ ক্ষুব্ধ হয়ে খালেদার গাড়িবহরে হামলা করেছে’ ছবি: সংগৃহীত

ঢাকা: টানা তিন মাসের সহিংসতা, জ্বালাও-পোড়াও এবং হত্যাকাণ্ডের ঘটনা এবং নির্বাচনী প্রচারণাকালে খালেদা জিয়ার নিরাপত্তা কর্মীদের উস্কানিতে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের হরতালে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাদের স্বজনরা পুড়ে মারা গেছে। এখন তারা যদি কালো পতাকা নিয়ে দাঁড়ায় আমরা কি করবো। কালো পতাকা নিয়ে দাঁড়ালে খালেদা জিয়ার নিরাপত্তা কর্মীরা তাদের রাস্তায় ফেলে মারে। তাদের লক্ষ্য করে গুলি করে। তখন সাধারণ মানুষ কি করবে?

রোববার (২৬ এপ্রিল) বিকেলে গণভবনে আয়োজিত আফ্রো-এশিয়ান শীর্ষ সম্মেলন পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তিনটি ছবি দেখান সাংবাদিকদের। এর মধ্যে একটি ছবিতে দেখা যায়, বাংলা মোটর এলাকায় খালেদা জিয়ার গাড়ি বহরে সিএসএফ সদস্যদের গাড়ির নিচে চাপা পড়ে আছে একজন সাধারণ মানুষ। অন্য একটি ছবিতে এক সিএসএফ সদস্যকে পিস্তল উঁচিয়ে গুলি করতে দেখা যায়। তৃতীয় ছবিটিতে দেখা যায় রাজধানীর ফকিরাপুল এলাকায় শটগান হাতে ‍গুলি করতে উদ্যত একজন সিএসএফ সদস্য।

এই ছবিগুলো দেখিয়ে প্রধানমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘এই ছবিগুলো কি আপনারা ছাপিয়েছেন? ছাপাননি। দেখিয়েছেন? দেখাননি। ’

শেখ হাসিনা বলেন, ‘ওনার প্রাইভেট সিকিউরিটি ফোর্স কিন্তু অস্ত্র ব্যবহার করেছে। অস্ত্র হাতে। এই ছবি দেখাননি তো। এই যে ছেলেটা প্রাইভেট কারের নিচে চাপা পড়া এই ছবি কেউ দেখাননি তো। ‘

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘মানুষ চাপা পড়ার পর মানুষ যখন রুদ্র রোষে আক্রমণ করেছে সেই ছবি দেখিয়ে দেখিয়ে কে ছাত্রলীগের ওমুক,কে যুবলীগের তমুক ছবি দেখিয়ে দেখিয়ে সেই নামগুলি দিয়েছেন। যখন পেট্রোল বোমা মারা হয়েছে, মানুষ পুড়ে পুড়ে মরছে সেখানে তো হামলাকারীদের কে বিএনপি নেতা, জামায়াত-শিবিরের নেতা কে সেটা দেখাননি। লাল দাগ দিয়ে দেখাননি। কিন্তু কেন?’

ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করার সময় ৫৭৯ জন হাতে নাতে ধরা পড়েছে, ৭০ জন গণধোলাই খেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনা প্রশ্ন করে বলেন,‘বিএনপি-জামায়াতের হরতালে কে ক্ষতিগ্রস্ত হয়েছে ? সাধারণ মানুষ। তাদের স্বজনরা পুড়ে মারা গেছে। এখন তারা যদি কালো পতাকা নিয়ে দাঁড়ায় আমরা কি করবো। মানুষ যখন কালো পতাকা নিয়ে দাঁড়িয়েছে তখন খালেদা জিয়ার ক্যাডাররা, সিএসএফ সদস্যরা সেই সাধারণ মানুষকে রাস্তায় ফেলে মারে। তখন সাধারণ মানুষ কি করবে। বসে থাকবে। ’

খালেদা জিয়া নির্বাচনী আচরণ বিধি মানেন নাই অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ইলেকশন কমিশনের অনেকগুলো নিয়ম আছে, খালেদা জিয়া কি তা মেনেছেন? মানেননি। সিটি নির্বাচন আচরণ বিধিমালার অনুচ্ছেদ ৬ এর খ এ বলা আছে, জনগণের চলাচল বিঘ্ন করে কোন প্রার্থী বা প্রার্থীর পক্ষে কোন ব্যক্তি পথ সভা করিতে পারিবে না। অনুচ্ছেদ ৬ এর ৪(খ) এ বলা আছে যানবাহনসহ কোন রকম মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। ’

‘এই নির্বাচন বিধিমালা খালেদা জিয়া মানেন নি। আপনারা পত্রিকাগুলো কখনো কি এই এ বিধিমালা ভঙ্গের বিষয়টি তুলে ধরেছেন? তুলে ধরেন নাই। ১৯৩টি মোটর সাইকেল নিয়ে, ৯৬টি মাইক্রোবাস নিয়ে শোভা যাত্রা করে নির্বাচনী প্রচারণা চালান। উনি আচরণ বিধি ভঙ্গ করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। নির্বাচনী আইন কি শুধু সাধারণ মানুষের জন্য, খালেদা জিয়ার জন্য না। ’

বাংলাদেশ সময়: ২১২৭ ঘন্টা, এপ্রিল ২৬, ২০১৫
এমইউএম/এসকে

** ‘কে তাদের ভোট দেবে?’
** কে কার প্রতিশোধ নেবে? প্রশ্ন প্রধানমন্ত্রীর
** নেপালের পাশে থাকার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
** খালেদার বক্তব্য চমৎকার মিথ্যার ফুলঝুরি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।