ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

সিটি নির্বাচন

তিন সিটিতে সেনামোতায়েনের আহ্বান জামায়াতের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
তিন সিটিতে সেনামোতায়েনের আহ্বান জামায়াতের

ঢাকা: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে বিচারিক ক্ষমতা দিয়ে তিন সিটিতে সেনা মোতায়েন করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত।

রোববার (২৬ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের পক্ষে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ আহ্বান জানান।



বিবৃতিতে বল‍া হয়, বিচারিক ক্ষমতা দিয়ে তিন সিটিতে সেনাবাহিনী মোতায়েন ছাড়া জনগণ স্বস্তিতে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য অবিলম্বে তিন সিটিতেই সেনাবাহিনী মোতায়েন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এলকে/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।