ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

সিটি নির্বাচন নিয়ে নীল নকশার অভিযোগ মওদুদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
সিটি নির্বাচন নিয়ে নীল নকশার অভিযোগ মওদুদের ব্যারিস্টার মওদুদ আহমেদ / ফাইল ফটো

ঢাকা: নির্বাচন কমিশন, পুলিশ ও র‌্যাব মিলে ২৮ এপ্রিলের সিটি নির্বাচন নিয়ে নীল নকশা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কিমিটির সদস্য ও সিটি নির্বাচনের সমন্বয়কারী ব্যারিস্টার মওদুদ আহমেদ।

রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপাসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।



মওদুদ বলেন, তাদে এ নীল নকশার মধ্যে রয়েছে বিএনপি সমর্থিত প্রার্থীদের এজেন্টদেরকে নির্বাচন কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়া।

তবে এ নীল নকশা বাস্তবায়ন করতে দেবে না নগরবাসী। তারা নিবর ভোটের মাধ্যমে এ নীল নকশা প্রতিহত করবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, ১৬ এপ্রিল নির্বাচন কমিশন থেকে একটা চিঠি এসেছে। চিঠি পর্যবেশক্ষণ করে দেখা গেছে, নির্বাচনে ১৫টি সংস্থার আড়াইহাজারেরও  (দক্ষিণ ১৪৪৫ ও উত্তরে ১৩৩০) বেশি লোককে পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ তালিকা থেকে  সুজন ও অধিকারকে বাদ দেওয়া হয়েছে।

তিনি আরো অভিযোগ করে বলেন, এর মধ্যে নাম না জানা অখ্যাত মানবাধিকার ও সমাজ উন্নয়র সংস্থা নামে (মউসুস) একটি সংগঠনকে মোট একহাজার লোককে অনুতি দেওয়া হয়েছে। এটা সরকারের ষড়যন্ত্রের কোনো অংশ হিসেবে কাজ করবে কিনা এটা বড় প্রশ্ন।

তিনি বলেন, কোন গাইড লাইন ফলো করে এটা করা হয়েছে তা আমরা জানতে চাই। এই তালিকা করার আগে কারা পর্যবেক্ষক থাকবে তা নিয়ে মেয়র প্রার্থীদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।