খুলনা: খুলনার কয়রা উপজেলা জামায়াতের আমির সোহরাব হোসাইনসহ জামায়াত-শিবিরের তিন নেতাকে আটক করেছে পুলিশ।
রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে কয়রা উপজেলা সদরের পৃথক পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটক অন্য দু’জন হলেন, খুলনা দক্ষিণ জেলাসহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আওছাফুর রহমান ও শিবির নেতা আল মামুন।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার সন্ধ্যায় বাংলানিউজকে জানান, আটকরা এ তিন জামায়াত-শিবিরের নেতার বিরুদ্ধে কয়রা থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে পলাতক অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এএস/এসএস