ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার চেয়ে শেখ হাসিনা বড় জাদুকর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
খালেদা জিয়ার চেয়ে শেখ হাসিনা বড় জাদুকর ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চেয়ে শেখ হাসিনা বড় জাদুকর বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি।

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



ম্যাজিশিয়ান’স ফেডারেশন অব বাংলাদেশ (এমএফবি) দুইদিন ব্যাপী (২৬-২৮ এপ্রিল) ‘‘জাতীয় জাদু উৎসব-২০১৫’’ আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, জাদু শিল্পীরা জাদুতে মানুষকে আকৃষ্ট করার জন্য জীবন্ত মানুষকে কেটে দুই টুকরো করেন আবার জোড়া লাগান। আর খালেদা জিয়া আন্দোলনের নামে চলন্ত ট্রেনে ঘুমন্ত মানুষকে আগুনে পুড়িয়ে কয়লা করেন এটাই তার জাদু।

খালেদা জিয়া রাজনীতির নামে ভয়ঙ্কর জাদু দেখাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া যেমন জাদুকর তার চেয়ে আরো বড় জাদুকর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেননা খালেদা জিয়া রাজনীতির নামে আগুন-বোমার ভয়ঙ্কর জাদু দেখাচ্ছেন।

আর শেখ হাসিনা খালেদা জিয়ার সেই ভয়ঙ্কর আগুন-বোমাকে ঠাণ্ডা করে তাকে (খালেদা জিয়া) বাসায় পাঠিয়ে সিটি নির্বাচন করাচ্ছেন। তাই খালেদা জিয়ার চেয়ে শেখ হাসিনা বড় জাদুকর।  

শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন খালেদা জিয়ার আগুন বোমার ভয়ঙ্কর জাদু বাংলাদেশের মানুষকে ধবংস করতে পারবেনা বলেও তিনি মন্তব্য করেন।

এমএফবির সভাপতি ছফিরউল্লাহ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশ টেলিভিশন শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল আজম বাসার, এমএফবির সাধারণ সম্পাদক এ.এইচ রানাসহ দেশের বিভিন্নস্থানের ১০টি জাদু সংগঠনের শিল্পীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ঘণ্টা, ২১০২এপ্রিল ২৬,২০১৫
এলকে/কেজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।