ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

শেষ সময়ে প্রচারণায় মরিয়া তাবিথ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
শেষ সময়ে প্রচারণায় মরিয়া তাবিথ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রচারণা ও গণসংযোগে অন্য প্রার্থীদের তুলনায় অপেক্ষাকৃত কম সময় পেয়েছেন উত্তরের মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। শেষ সময়টিতে তাই মরিয়া হয়ে প্রচারণা চালিয়েছেন তিনি।


 
রোববার (২৬ এপ্রিল) মাঝরাতের আগেই প্রচার শেষ করতে হবে বলে এদিন সকাল থেকেই ভোটের মাঠে ছিলেন তাবিথ। উত্তরের প্রায় সবকটি ওয়ার্ডে ঘুরে ঘুরে ভোট চাইলেন তিনি।
 
বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোট সমর্থিত এ প্রার্থী জোটনেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর ছেলে। মিন্টুও এ পদেই মনোনয়ন নিয়েছিলন। কিন্তু তার প্রার্থীতা বাতিল হয়। আদালতের চূড়ান্ত আদেশেও প্রার্থীতা বাতিলের সিদ্ধান্তটি বহাল থাকে। বিষয়টি নিশ্চিত হওয়ার আগে কোনরকম প্রচারে নামেন নি তাবিথ।
 
এরপর ১০ এপ্রিল থেকে শুরু করে ২৬ এপ্রিল পর্যন্ত মোট ১৭ দিন প্রচারণা ও গণসংযোগের সুযোগ পেয়েছেন সিটি নির্বাচনে উত্তরের এ মেয়রপ্রার্থী।
 
১৭ দিনে উত্তরের প্রায় প্রতিটি ওয়ার্ডে এ নিয়ে একাধিকবার বা তারও বেশিবার গিয়েছেন তিনি।
 
রোববার প্রচারের শেষদিনেও তাই সময় নষ্ট না করে সকাল ৮টা থেকেই মাঠে নামেন তাবিথ। এ সময়টিতে তিনি বিভিন্নস্তরের মানুষের সঙ্গে মতবিনিময়, পথসভা ও লিফলেট বিতরণ করে ‘বাস’ মার্কায় ভোট এবং দোয়া প্রার্থনা করেন।
 
ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তাবিথ। তিনি বলেন, কেউ ভোট কারচুপি, ডাকাতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের প্রতিহত করবেন। ব্যালটের মাধ্যমে আমাকে বিজয়ী করলে আপনারা ঢাকাবাসী-ই বিজয়ী হবেন।  
 
দিনভর এ গণসংযোগে সময় সময় তিনি গণমাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা, লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা, ভয়ভীতি, গ্রেফতার, হামলা এবং নির্বাচন কমিশনের প্রশ্নবিদ্ধ ভুমিকা নিয়ে অভিযোগ তোলেন।
 
তাবিথ আউয়াল বলেন, সরকার সমর্থক প্রার্থী ছাড়া সব মেয়রপ্রার্থীরা কমিশনের কাছে লেভেল প্লেয়িং ফিল্ড, সেনা মোতায়েনের প্রস্তাব দিয়েছেন। কিন্তু কমিশন আমাদের কোনো দাবি ও প্রস্তাবই রাখেনি।
 
গ্রেফতার, হুমকি ও হয়রানির অভিযোগ করে তাবিথ আউয়াল বলেন, সরকার সমর্থক ও আইন শৃঙ্খলা বাহিনী প্রার্থী, ভোটার, পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখাচ্ছে, গ্রেফতার করছে। সরকার সমর্থক প্রার্থীরা নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করছে।
 
এসব অভিযোগ নির্বাচন কমিশনকে একাধিকবার করেও কোনো প্রতিকার পাননি বলে উল্লেখ করেন তাবিথ। তিনি বলেন, গণতন্ত্রের ভীত মজবুত করার স্বার্থে নির্বাচন কমিশন চাইলে শেষ মুহূর্তে এখনও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করা সম্ভব।
 
সুষ্ঠু নির্বাচন হলে জয় নিশ্চিত প্রত্যাশা করে তাবিথ আউয়াল বলেন, মানুষের বিপুল সমর্থন পাচ্ছি। জনগণ আমাদের পাশে আছে।
 
সকাল ৮টায় ‘আদর্শ ঢাকা আন্দোলন’ মনোনীত এ মেয়র প্রার্থী রাজধানীর শাহজাদপুর এলাকার বাঁশতলা এলাকা থেকে ‘বাস’ মার্কায় ভোট চেয়ে প্রচার শুরু করেন।
 
এরপর সকাল পৌনে ৯টায় বাড্ডার হোসেন মার্কেট (ওয়ার্ড-২১), সোয়া ৯টায় মেরুল বাড্ডা (ওয়ার্ড-২১), সাড়ে ৯টায় রামপুরা বাজার (ওয়ার্ড-২২), ১০টায় রামপুরা আবুল হোটেলের সামনে (ওয়ার্ড-২৩), সাড়ে ১০টায় মালিবাগ চৌধুরী পাড়া ও মালিবাগ রেলগেট এলাকায় (ওয়ার্ড-২৩), সোয়া ১১টায় মগবাজার  চৌরাস্তা থেকে ইস্কাটন হয়ে বাংলামোটর এলাকায় (ওয়ার্ড-৩৫) গণসংযোগ করেন।
 
‘তরুণ প্রজন্ম- নতুন ঢাকা’ স্লোগানে ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে তাবিথ দুপুর ১২টায় কারওয়ান বাজার, ফার্মগেট, ইন্দিরারোড, খামার বাড়ি, আসাদগেট (ওয়ার্ড-২৬, ২৭), সাড়ে ১২টায় শ্যামলী, (ওয়ার্ড- ৩০, ৩২, ২৮), পৌনে ১টায় কল্যাণপুর বাসস্ট্যান্ড (ওয়ার্ড-১১), ১টায় দারুস সালামে খালেক পেট্রোল পাম্প (ওয়ার্ড-৯,১১), সোয়া ১টায় মিরপুর এক নম্বর গোল চত্বর (ওয়ার্ড- ৮, ১০, ১২), দেড়টায় সনি সিনেমা হল মোড় (ওয়ার্ড-৭, ১২), পৌনে ২টায় মিরপুর কলেজের সামনে (ওয়ার্ড-৭, ১৩), সোয়া ২টায় পূরবী সিনেমা হল (ওয়ার্ড-৬), পৌনে ৩টায় বিআরটিএ (ওয়ার্ড-৪, ১৪) এলাকায় গণসংযোগ করেন।
 
এরপর বিকেল ৩টায় ১৪নম্বর ডেন্টাল কলেজ (ওয়ার্ড-১৬), সোয়া ৩টায় মিরপুর ১০নম্বর গোল চত্বর (ওয়ার্ড-১৪), সাড়ে ৩টায় কাজীপাড়া (ওয়ার্ড-১৪), পৌনে ৪টায় শেওড়াপাড়া (ওয়ার্ড-১৪), বিকেল ৪টায় তালতলা সরকারি স্টাফ কোয়াটার (ওয়ার্ড- ২৮), পৌনে ৫টায় তেজগাঁও নাবিস্কো মোড় (ওয়ার্ড-২৪), ৫টায় মহাখালী বাসস্ট্যান্ড (ওয়ার্ড-২০, ২৫), সাড়ে ৫টায় নিকুঞ্জ এক নম্বর রোডের খিলক্ষেত (ওয়ার্ড- ১৭), ৬টায় উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্স (ওয়ার্ড-১), সোয়া ৬টায় মাসকট প্লাজায় (ওয়ার্ড-১) গণসংযোগ করেন।
 
সন্ধ্যা পৌনে ৭টায় শেওড়া বাজার বাসস্ট্যান্ড (ওয়ার্ড-১৭), ৭টায় বনানী কাঁচা বাজার (ওয়ার্ড-১৯), সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত মহাখালী তিতুমীর কলেজ এলাকা এবং গুলশান এক নম্বর গোল চত্বর ও নিকেতন এলাকায় (ওয়ার্ড-১৯, ২০) প্রচার চালান।
 
এ সময় তিনি ভোটারদের নির্বিঘ্ন ভোট কেন্দ্রে গিয়ে ‘বাস’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে গণসংযোগ শেষ করেন।
 
তার পক্ষে বিএনপি প্রধান খালেদা জিয়া প্রচারণায় নেমেছিলেন, যার রেশ ক’দিন ধরেই ‘টক দ্যা টাউন’। রোববারও সংবাদ সম্মেলন করে খালেদা তাবিথসহ নিজের সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চাইলেন।
 
এছাড়া জোটের নেতাকর্মী ও তাবিথের মা নাসরিন আউয়ালও ছেলের পক্ষে ‘বাস’ প্রতীকে ভোট চান রাজধানীর বিভিন্ন এলাকায়।
 
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এসকেএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।