সাতক্ষীরা: পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী (৩৫)।
রোববার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে শোভনালী ইউনিয়নের বসুখালী গ্রামের একটি চিংড়ি ঘের থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বিএনপি নেতা হায়দার আলী বসুখালী গ্রামের মৃত তাছের আলীর ছেলে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, হায়দার আলীর বিরুদ্ধে আশাশুনি থানায় নাশকতার মামলা রয়েছে। তাকে ধরতে গেলে তিনি গ্রেফতার এড়িয়ে পালিয়ে যান।
তাকে ধরতে বর্তমানে কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর মনির হোসেন ও আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা ঘটনাস্থলে অভিযানে রয়েছেন বলে তিনি জানান।
এদিকে, আশাশুনির আওয়ামী লীগ নেতা ঢালী সামছুল আলম জানান, বিএনপি নেতা হায়দার আলীকে ধরতে এসআই আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে বসুখালী গ্রামে যান। একপর্যায়ে পুলিশ তার বাড়ির পাশের চিংড়ি ঘের থেকে তাকে গ্রেফতার করে হাতকড়া পরিয়ে নিয়ে আসার চেষ্টা করলে তার পরিবারের লোকজন ও প্রতিবেশী নারীরা পুলিশের ওপর ওপর চড়াও হয়।
পুলিশ নিরুপায় হয়ে আওয়ামী লীগ নেতাদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করেন। এ সুযোগে পালিয়ে যায় বিএনপি নেতা
হায়দার আলী।
বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এসআর