ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচন বানচালকারীরাই হামলা করেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
নির্বাচন বানচালকারীরাই হামলা করেছে

ঢাকা: ঢাকা উত্তরের মেয়র প্রার্থী মাহী বি চৌধুরী অভিযোগ করেছেন, যারা সিটি করপোরেশন নির্বাচন বানচাল করতে চায়, তারাই ব্যক্তিগত আক্রোশ থেকে তার ওপর হামলা চালিয়েছে।

তিনি বলেন, তাকে হত্যার উদ্দেশেই আক্রমণ চালানো হয়।

এ ঘটনার তিনি বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।

রোববার (২৬ এপ্রিল) নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মাহী বি চৌধুরী।

তিনি বলেন, কোনো দল থেকে হামলা করা হয়েছে বলে মনে করি না। এটা নির্বাচন বানচালকারীদের কাজ। আমি নির্বাচন করছি তারা এটা পছন্দ করছে না বলেই এমনটি ঘটিয়েছে।

হামলার ঘটনা বর্ণনা করে বলেন, মুখোশ পড়া ১০/১২ জনের একটি দল আমার গাড়ির উপর অতর্কিত আক্রমণ চালায়। তদন্তের খাতিরে এ বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না।

নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন কি না এমন প্রশ্নের জবাবে মাহী বলেন, প্রশ্নই ওঠে না। নির্বাচনে আছি, থাকবো, প্রজন্মের বিজয় হবে, ইনশাআল্লাহ।

 শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টায় রাজধানীর বিজি প্রেসের সিটি ফিলিং স্টেশনের সামনে মাহী বি চৌধুরীর গাড়ির ওপর হামলা চালায় দুবৃর্ত্তরা। এ হামালায় মাহী স্ত্রী আশফাহ হক লোপা ও তার গাড়ী চালক শহীদ মন্ডলও আহত হন।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এসএম/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।