ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

টাকা বিলানোর সময় বিএনপি প্রার্থীর এজেন্ট হাতেনাতে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
টাকা বিলানোর সময় বিএনপি প্রার্থীর এজেন্ট হাতেনাতে আটক প্রতীকী

ঢাকা: বেআইনিভাবে ভোটারদের মধ্যে টাকা বিলানোর সময় রাজধানীর মগবাজারের নয়াটোলা থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আমির হোসেনের এক এজেন্টকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে মো. মাসুদ (৩২) নামে ওই এজেন্টকে নয়াটোলার চল্লিশ ঘর আমবাগান বস্তি থেকে আটক করা হয়।



এসময় তার কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা এবং মেয়র প্রার্থী তাবিথ ও কাউন্সিলর প্রার্থী আমিরের কিছু লিফলেট জব্ধ করা হয়। মাসুদকে ভ্রাম্যমান আদালতে বিচারের মুখোমুখি করা হবে।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল মিয়া।

তিনি জানান, তারা গোপন সূত্রে খবর পান, চল্লিশ ঘর আমবাগান বস্তিতে ভোটারদের মধ্যে টাকা বিতরণ করা হচ্ছে। তখন জুয়েল মিয়াসহ একদল পুলিশ গিয়ে মাসুদকে হাতেনাতে আটক করেন।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এনএইচএফ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।