নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাওলানা কেফায়েত উল্লাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৬ এপ্রিল) দিনগত রাতে উপজেলার খিলপাড়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বিএনপি নেতা মাওলানা কেফায়েত উল্লা খিলপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খিলপাড়া বাজারে অভিযান চালিয়ে কেফায়েত উল্লাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
আরএ