ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সামগ্রী

সাঈদ শিপন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সামগ্রী ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দিনটা পেরিয়ে রাত গড়িয়ে ভোর হলেই বহুল প্রতীক্ষিত রাজধানী ঢাকার দুই সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু। এ ভোটগ্রহণ উপলক্ষে তিনটি সিটি কর্পোরেশনের ভোটকেন্দ্রে পাঠানো শুরু হয়েছে ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ যাবতীয় সামগ্রী।


 
এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১৩৪টি ভোটকেন্দ্রের সামগ্রী সরবরাহ করা হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অডিটরিয়াম ভবন থেকে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টা থেকে ভোটের এ সামগ্রী সরবরাহ করা শুরু হয়।
 
সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও নিরাপত্তার নেতৃত্বে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে সামগ্রী বুঝিয়ে দিচ্ছেন নির্বচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।

ভোটের সামগ্রী প্রথম গ্রহণ করেন মোহাম্মদপুর গর্ভনমেন্ট স্কুল (কেন্দ্র নম্বর ৯৩০) ভোটকেন্দ্রের সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার। তার কাছে তিন ধরনের ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প প্যাড, অমোচনীয় কালি-কলম, স্টিকার, গার্নি ব্যাগ, অফিসিয়াল সিল, ব্রাশ সিল, প্যাডসহ ভোটগ্রহণের সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়।
 
এলাকাটিতে সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সহেলী ফেরদৌস। তিনি সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অডিটরিয়ামে এসে উপস্থিত হন। এরপর ইসির কর্মকর্তারা এলে ভোটের সামগ্রী রাখা কক্ষের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
 
এ সময় তিনি বাংলানিউজকে বলেন, সংশ্লিষ্টরা যেন ভোটের সামগ্রী নিরাপদে বুঝে নিতে পারেন সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের সদস্যরা এখানে সচেতনভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

ঢাকার দুই সিটি কর্পোরেশনে মোট ভোটারের সংখ্যা ৪২ লাখ ১৬ হাজার ১২৭। এর মধ্যে উত্তর সিটিতে ২৩ লাখ ৪৫ হাজার ৩৭৪ ভোটার রয়েছেন। এই সিটি কর্পোরেশনে মেয়র পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭৭ জন।
 
দুই সিটি কর্পোরেশনের ৯২টি ওয়ার্ডে মোট প্রস্তাবিত ভোটকেন্দ্রের সংখ্যা এক হাজার ৯৫৭টি। এর মধ্যে উত্তর সিটিতে ৩৬টি ওয়ার্ডে রয়েছে এক হাজার ৮৪টি ভোটকেন্দ্র। আর প্রস্তাবিত ১০ হাজার ১৫৬টি ভোটকক্ষের মধ্যে উত্তরে রয়েছে পাঁচ হাজার ৮১৭টি।
 
এর মধ্যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে ১৩৪টি ভোটকেন্দ্রে ভোটের সামগ্রী সরবরাহ করা হচ্ছে। সকাল ১১টা থেকে বিতরণ শুরু হলেও অনেক কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা না আসায় ভোটের সামগ্রী বিতরণ ধীরগতিতে চলছে।
 
পশ্চিম নাখাল পাড়া পিসি কালসার হাউজিং পাবলিক স্কুল ভোটকেন্দ্রের সামগ্রী বুঝে নিতে আসেন পোলিং এজেন্ট শামছুর রহমান শরিফ। তিনি সকাল ১১টার দিকে বাংলানিউজকে জানান, ইসি থেকে সকাল ১০টায় ভোটের সামগ্রী বুঝে নিতে আসতে বলা হয়। সে মোতাবেক ১০টার আগে এসেছি। কিন্তু এখনো সামগ্রী বুঝে পাইনি।
 
আদাবরের মিশন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের সামগ্রী নিরাপদে কেন্দ্রে নিয়ে যেতে আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার নেতৃত্বে রয়েছেন উপ-পরিদর্শক (এসআই) মো. মনজুর মিয়া।
 
নিরাপত্তার দায়িত্বে থাকা তার দলের সদস্য সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাবিব জানান, নিরাপত্তার জন্য পুলিশ, আনসারসহ ২১ জন রয়েছেন। তবে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার না আসায় তারা তাদের সামগ্রী বুঝে নিতে পারছেন না।
 
একই কথা জানান আদাবরের কুয়েন্স কলেজ ভোটকেন্দ্রের সামগ্রী বুঝে নেওয়ার দায়িত্বে থাকা এসআই আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, প্রিজাইডিং অফিসারকে ফোন দিয়েছিলাম, তিনি এখনও বাসায় রয়েছেন। তিনি আসার পরে ভোটের সামগ্রী বুঝে নেওয়া হবে।

তার নেতৃত্বেও ২১ সদস্য নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বলে জানান আবু বক্কর সিদ্দিক।

ভোটের সামগ্রী বিতরণের বিষয়ে ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা শাহ আলম বলেন, আমাদের আটটি পয়েন্ট থেকে সকাল ১০টা থেকে ভোটের ‍সামগ্রী বিতরণ শুরু হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তারা ভোটের সামগ্রী নিয়ে ভোটকেন্দ্রে অবস্থান করবেন। আমরা আশা করছি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। সব ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫/আপডেট ১১৫৭ ঘণ্টা
এএসএস/এইচএ/

** কড়া প্রহরায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো ভোটকেন্দ্রে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।